শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের শুল্ক বাড়ানোর জবাবে বাংলাদেশে পাল্টা ছাড়ের পরিকল্পনা ◈ রেকর্ড রান করেও আমিরাতের কাছে হারল বাংলাদেশ ◈ বায়রার সংবাদ সম্মেলন ঘিরে মারামারি, পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ◈ সেই ছাত্রীর সাথে আ'পত্তিকর অবস্থায় ধরা পড়ার ব্যাখ্যা দিলেন শিক্ষক (ভিডিও) ◈ জাতীয়’র আগে স্থানীয় নির্বাচন চাইলেন সারজিস, জানালেন কারণও  ◈ ইশরাক ভাই-তাবিথ ভাইদের কাছ থেকে টাকা নিয়ে ছাত্রনেতাদের বাসা ভাড়া দিয়েছি: নুরুল হক নুর (ভিডিও) ◈ এবার নুসরাত ফারিয়াকে নিয়ে যা বললেন পিনাকী ভট্টাচার্য! ◈ বড় সুখবর পেলেন প্রবাসীরা ভোটার হওয়া নিয়ে  ◈ বিনিয়োগবান্ধব বাজেট আসছে, অনলাইনে রিটার্ন বাধ্যতামূলক করার প্রস্তাব ◈ রৌমারীতে পাহাড়ি ঢলে সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, ভোগান্তিতে ৩০ হাজার মানুষ

প্রকাশিত : ২৯ মে, ২০২৪, ০৯:০৪ রাত
আপডেট : ২৯ মে, ২০২৪, ০৯:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন কদমতলা পূর্ব বাসাবো স্কুল, সিফাতের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক: প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পিরোজপুরের সরকারি কেজি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়কে ১৮৭ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ। কদম তলার হয়ে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন সিফাত শাহরিয়ার সামি। এই ম্যাচ জয়ের নায়ক সিফাত ১১৫ বলে ৯ চার, ৬ ছক্কায় ১৪৮ রানের ইনিংস খেলেন।

বুধবার (২৯ মে) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৪১ রানে ৬ উইকেট হারিয়ে খাদে পড়ে কদমতলা। এমন পরিস্থিতিতে ৮ নম্বরে নামেন সিফাত। সেখান থেকেই দলকে উদ্ধার করেন তিনি। নাশিত মুস্তাকিমকে সঙ্গে নিয়ে ১৭৯ রানের জুটি গড়েন। এই জুটিতেই ২৮৬ রানের পুঁজি পায়।

জবাবে ব্যাট করতে নেমে ৯৯ রানে গুটিয়ে যায় পিরোজপুরের সরকারি কেজি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। এই জয়ে চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তুলে কদমতলা বাসাবো স্কুল। ম্যাচ শেষে সিফাত বলেন, নিজের প্রতি বিশ্বাস ও স্যারের সমর্থন ছিলো। দলের সবাই সমর্থন করেছে একাদশের এবং একাদশের বাইরের সবাই। বলেছে তুই থাকলে ভালো কিছু হবে। -দ্য ডেইলি স্টার

তিনি আরো বলেন, দ্রুত ৬ উইকেট পড়ে গিয়েছিলো। চিন্তা ছিলো মাঠে গিয়ে সলিড ব্যাটিং করতে হবে। সামনে নিয়ে যেতে হবে দলকে। এজন্য এক দুই করে করে খেলেছি। আল্লাহ দিছে। স্যারে (কোচ) কষ্ট করিয়েছে। বলেছে ভালো করে অনুশীলন করতে, হয়ে গেছে।

দাপুটে ব্যাটিং করা সিফাত মূলত পেস বোলার। কিছুটা ব্যাটিং পারেন এই ছিলো পরিচয়। ফাইনালের মঞ্চে ব্যাটিং দিয়েই করলেন বাজিমাত। পাঁচ ওভার বলও করেছেন, তাতে দেন স্রেফ ৬ রান। বাঁহাতি পেসার ও ডানহাতি ব্যাটার হওয়ায় ক্রিকেটে তার আইডল আন্তর্জাতিক ক্রিকেটের বড় দুই নাম মুস্তাফিজুর রহমান এবং প্রিয় ব্যাটার হলো বিরাট কোহলি।

এফএ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়