শিরোনাম
◈ হাসনাতের ওপর হামলার ঘটনায় যুবলীগ নেতাসহ আটক ৫৪, জিএমপির অভিযান অব্যাহত ◈ স্বাস্থ্যখাতে বড় রদবদলের সুপারিশ: পৃথক সার্ভিস, বাজেট সংস্কার ও আউটসোর্সিং প্রস্তাব ◈ সরকারি কোয়ার্টার নিয়ে বহিরাগতদের কাছে উচ্চমূল্যে ভাড়া দিচ্ছেন কর্মকর্তারা ◈ টিয়ারশেল নিক্ষেপ করে চট্টগ্রামে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করলো পুলিশ (ভিডিও) ◈ এনসিপি নেতা হাসনাতের ওপর হামলার আগে ছাত্রলীগের হুমকি, বিচারের দাবিতে দেশজুড়ে প্রতিবাদ ◈ আলিফ হত্যা মামলায় চিন্ময় দাসকে গ্রেফতার দেখানোর নির্দেশ ◈ ইরানের নতুন ক্ষেপণাস্ত্র ১২০০ কিলোমিটার দূরে আঘাত হানতে পারবে! ◈ ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল হে‌রে গে‌ছে, চেলসি ও ব্রেন্টফোর্ডের জয় ◈ হার্ভার্ড-এমআইটিকে পেছনে ফেলে বিশ্বমঞ্চে প্রথম বুয়েট ◈ পাকিস্তানের যে বিমান ভারতীয় জেনারেলদের ঘুম কেড়ে নিয়েছে!

প্রকাশিত : ২৯ মে, ২০২৪, ০৮:০০ রাত
আপডেট : ২৯ মে, ২০২৪, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ এ’ দল সিরিজ খেলবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিরুদ্ধে 

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট শেষ করেই বিভিন্ন প্রগ্রামের সূচি হাতে নিয়েছে। তারই অংশ হিসেবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন ক্যাম্প করছে বাংলাদেশ হাইপারফরম্যান্স ইউনিট ও বাংলাদেশ টাইগার্স ক্যাম্প।

এই ক্যাম্পের পর আগামী মৌসুমের শুরুতে বিভিন্ন দেশের সঙ্গে সিরিজ খেলবেন দুই প্রগ্রামের ক্রিকেটাররা। এর মধ্যে যুক্ত হবে এ’ দলের সিরিজ। মমিনুল হক, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাইফ হাসানসহ যারা শুধু টেস্ট খেলেন তারা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলার সুযোগ পাবেন।

এ নিয়ে বিসিবির নির্বাচক আব্দুর রাজ্জাক বলেন, এ বছর আমাদের তিনটি এ’ দলের সিরিজ রয়েছে। একটা বাংলাদেশে হবে নিউজিল্যান্ডের বিপক্ষে, বাকি দুটি অস্ট্রেলিয়া এবং পাকিস্তানে।

চলতি বছরের আগস্টে বাংলাদেশ জাতীয় দলের পাকিস্তান সফরের আগে সেখানে সফর করবে এ’ দল। এ বিষয়ে নির্বাচক বলেন, পাকিস্তানে আমাদের প্রপার এ-দলের সফর আছে। সেখানে লঙ্গার ভার্সন আর ওয়ানডে ম্যাচ হবে। এটা আগস্টে হবে। -কালের কণ্ঠ

তার আগে জুলাইয়ের মাঝামাঝি অস্ট্রেলিয়া সফর করবে এ’দল। এই দলটি গড়া হবে এইচপি ও টাইগার্স ক্যাম্পের ক্রিকেটারদের নিয়ে। অস্ট্রেলিয়ায় একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট, একটি ত্রিদলীয় ওয়ানডে সিরিজ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। পাকিস্তানে এ’দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ খেলার কথা আছে বাংলাদেশ এইচপি দলের।

এ বিষয়ে আব্দুর রাজ্জাক বলেন, এটা আমাদের জন্য খুব বড় একটা সুযোগ। যেহেতু লঙ্গার ভার্সন হবে অস্ট্রেলিয়ার কন্ডিশনে। এটা আমাদের খেলোয়াড়দের জন্যও ভালো হবে। ওদের কন্ডিশনে ভালো খেলতে পারলে অন্য কন্ডিশনেও ভালো করা খুব সহজ হয়ে যাবে।

এফএ/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়