শিরোনাম
◈ হাসনাতের ওপর হামলার ঘটনায় যুবলীগ নেতাসহ আটক ৫৪, জিএমপির অভিযান অব্যাহত ◈ স্বাস্থ্যখাতে বড় রদবদলের সুপারিশ: পৃথক সার্ভিস, বাজেট সংস্কার ও আউটসোর্সিং প্রস্তাব ◈ সরকারি কোয়ার্টার নিয়ে বহিরাগতদের কাছে উচ্চমূল্যে ভাড়া দিচ্ছেন কর্মকর্তারা ◈ টিয়ারশেল নিক্ষেপ করে চট্টগ্রামে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করলো পুলিশ (ভিডিও) ◈ এনসিপি নেতা হাসনাতের ওপর হামলার আগে ছাত্রলীগের হুমকি, বিচারের দাবিতে দেশজুড়ে প্রতিবাদ ◈ আলিফ হত্যা মামলায় চিন্ময় দাসকে গ্রেফতার দেখানোর নির্দেশ ◈ ইরানের নতুন ক্ষেপণাস্ত্র ১২০০ কিলোমিটার দূরে আঘাত হানতে পারবে! ◈ ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল হে‌রে গে‌ছে, চেলসি ও ব্রেন্টফোর্ডের জয় ◈ হার্ভার্ড-এমআইটিকে পেছনে ফেলে বিশ্বমঞ্চে প্রথম বুয়েট ◈ পাকিস্তানের যে বিমান ভারতীয় জেনারেলদের ঘুম কেড়ে নিয়েছে!

প্রকাশিত : ২০ মে, ২০২৪, ১০:১৮ রাত
আপডেট : ২০ মে, ২০২৪, ১০:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী ৬ জুন বাংলাদেশে আসছে পূর্ণশক্তির অস্ট্রেলিয়া ফুটবল দল

নিজস্ব প্রতিবেদক: আগামী ৬ জুন ঢাকায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে ২০২৬ ফুটবল বিশ্বকাপ এবং ২০২৭ এশিয়ান কাপের খেলার বাছাই ম্যাচ। উক্ত ম্যাচকে সামনে রেখে শক্তিশালী অস্ট্রেলিয়াকে বরণ করে নিতে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। গ্রুপ পর্বে এখনো বাংলাদেশের দুটি ম্যাচ বাকি রয়েছে। 

বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলে সেদিন রাতেই উড়াল দেবে সকারুরা। সূচি অনুযায়ী, আগামী ৪ জুন রাতে ঢাকায় নামবে তারা, ৫ জুন হালকা অনুশীলন করবে। এরপর ৬ জুন বসুন্ধরা কিংসের মাঠে ম্যাচ খেলে সেদিন রাতেই বিমান ধরবে অস্ট্রেলিয়ান ফুটবল দল। 

বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন, অস্ট্রেলিয়া দল এসে কোন হোটেলে থাকবে সেটিও আমাদের জানায়নি। কবে আসবে সেটি জানিয়েছে এবং চলে যাওয়ার তারিখ বলেছে।

বিশ্বকাপ বাছাইয়ে ৪ খেলায় ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। ৪ খেলায় ১ ড্রয়ে ১ পয়েন্ট নিয়ে সবার নিচে চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ। গত ১৬ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতে বাংলাদেশ হেরেছে ৭-০ গোলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়