শিরোনাম
◈ স্কুলের টয়লেটে আটকা শিশু, ৬ ঘণ্টা পর বের হতে সক্ষম  ◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৪, ০১:৪২ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০২৪, ০১:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এভারটনের কাছে হেরে শিরোপা লড়াই থেকে পিছিয়ে পড়লো লিভারপুল

স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগসহ চলতি মৌসুমের সম্ভাব্য সব শিরোপার দাবীদার ছিলো লিভারপুল। কিন্তু হুট করেই ছন্দ হারিয়ে সব প্রতিযোগিতা থেকেই পিছিয়ে পড়ে অলরেডরা। এভারটনের বিরুদ্ধে ২-০ গোলে হারের পর প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই থেকেও ছিটকে পড়েছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।

বুধবার (২৪ এপ্রিল) রাতে গুডিসন পার্কে এভারটনের হয়ে গোল দুটি করেছেন জ্যারেড ব্র্যান্থওয়েইট  ডমিনিক ক্যালভার্ট লুইন। ২০১০ সালের পর ঘরের মাঠে লিভারপুলের বিরুদ্ধে জয়ের স্বাদ পেলো সফরকারীরা।

ইংলিশ প্রিমিয়ার লিগের সবশেষ চার ম্যাচে লিভারপুলের জয় মাত্র একটি। এরমধ্যে হেরেছে দুটি। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ড্র করেই দুর্দশার শুরু হয় তাদের। এর আগে এফএ কাপের লড়াইয়ে ম্যানচেস্টারের বিপক্ষে ৩-৪ গোলে হেরেছে তারা।

এদিন ম্যাচের ২৭তম মিনিটে ফ্রি কিক থেকে বক্সে দুটি শট নেয় এভারটন। তৃতীয় দফায় ব্র্যান্থওয়েইটের শট অ্যালিসনের হাতে লেগে পোস্টে লেগে গোললাইন পেরিয়ে গেলে এগিয়ে যায় তারা। ৫৮তম মিনিটে ডুইট ম্যাক নিলের নেওয়া থেকে কর্নার থেকে দারুণ এক হেডে ব্যবধান দ্বিগুণ করেন ক্যালভার্ট-লুইন।

দুই গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে লিভারপুল। কিন্তু ভাগ্য সঙ্গে ছিলে না তাদের। ৬৯তম মিনিটে লুইস দিয়াসের শট পোস্টে লেগে ফিরে আসে। ফলে হারতেই হয় অল রেডদের। -দ্য ডেইলি স্টার

৩৪ ম্যাচ শেষে ৭৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লিভারপুল। সমান ম্যাচে ৩ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আর্সেনাল। তবে দ্বিতীয় স্থানে থাকলেও তা অস্থায়ী। কারণ তাদের চেয়ে দুই ম্যাচ কম খেলে ৭৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ম্যানচেস্টার সিটি। অর্থাৎ বাকি দুই ম্যাচে সিটি একটিতেও জয় পেলে তৃতীয় স্থানে নেমে যাবে লিভারপুল। নাটকীয় কিছু ছাড়া শেষ চার রাউন্ডে এই অবস্থান থেকে শিরোপা লড়াই করা বেশ কঠিন লিভারপুলের জন্য।

এএফ/এইচএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়