শিরোনাম
◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৪, ০৫:১২ বিকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০২৪, ০৫:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী সমর্থককে জড়িয়ে ধরায় ফুটবলার হোসেইনিকে নিষিদ্ধ করলো ইরান

স্পোর্টস ডেস্ক: ফুটবল মাঠে এক নারী ভক্তকে জড়িয়ে ধরার অভিযোগে হোসেইন হোসেইনি নামে এক ফুটবলারকে নিষিদ্ধ করেছে ইরান। সোমবার (২৩ এপ্রিল) এ বিষয়টি নিশ্চিত করেছে ইরানের সংবাদমাধ্যম খবর ভারজেশি। ভারজেশি জানিয়েছে, ইরানিয়ান ক্লাব এসতেগলালের গোলরক্ষক হোসেইন হোসেইনিকে নিষিদ্ধ করা হয়েছে। ১২ এপ্রিলের এক ঘটনার কারণেই তাকে নিষিদ্ধ করা হয়।

জানা গেছে, ইমাম খোমেইনি স্টেডিয়ামে সেদিন পারসিয়ান গালফ প্রো লিগে অ্যালুমিনিয়াম আরাকের বিপক্ষে মাঠে নামে এস্তেগলাল। সেই ম্যাচে এসতেগলালের এক নারী ভক্ত মাঠে ঢুকে পড়েন। সে সম নারী সমর্থককে আটকানোর চেষ্টা করেন নিরাপত্তাকর্মীরা। নিরাপত্তাকর্মীদের হাত থেকে বাঁচাতে নারী ভক্তকে জড়িয়ে ধরেন হোসেইনি।

নিরাপত্তাকর্মীদের সঙ্গে বাজে আচরণের কারণে হোসেইনিকে এক ম্যাচ নিষিদ্ধ করেছে ইরান ফুটবল ফেডারেশন। সেই সঙ্গে তাকে ৪ হাজার ৭০০ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় ৫ লাখ ১৫ হাজার টাকা।

ওই ম্যাচে হোসেইনির এস্তেগলাল জিতেছে ১-০ গোলে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ১ মিনিটে এস্তেগলালের ফরোয়ার্ড গুস্তাভো ব্লাঙ্কো লেসচুক গোলটি করেন। ২৪ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে ইরান প্রো লিগের পয়েন্ট তালিকার শীর্ষে এস্তেগলাল। ক্লাবটির জার্সিতে এখনো পর্যন্ত হোসেইনি খেলেছেন ১৯৩ ম্যাচ। ক্লিনশিট রাখতে পেরেছেন ৮৯ ম্যাচে। - দৈনিক ইত্তেফাক

১৯৭৯ সালের পর দীর্ঘ এক সময় ইরানে নারী ভক্তদের মাঠে খেলা দেখতে যাওয়া নিষিদ্ধ ছিলো। তবে ৪০ বছরেরও বেশি সময় ২০২২ সালে এক চ্যাম্পিয়নশিপ ম্যাচে নারীরা মাঠে বসে খেলা দেখার অনুমতি পান।

এফএ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়