শিরোনাম
◈ স্কুলের টয়লেটে আটকা শিশু, ৬ ঘণ্টা পর বের হতে সক্ষম  ◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৪, ০৫:০৪ বিকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০২৪, ০৫:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগের দুই ফুটবলার ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার

স্পোর্টস ডেস্ক: ধর্ষণের অভিযোগে ইংলিশ প্রিমিয়ার লিগের দুই ফুটবলারকে গ্রেপ্তার করা হয়েছে। দুজনেই পরবর্তীতে জামিনে মুক্তি পেলেও তাদের বিরুদ্ধে তদন্ত চলমান আছে। তবে গ্রেপ্তারকৃতদের নাম কিংবা তাদের ক্লাবের নাম প্রকাশ করা হয়নি। - দ্য টেলিগ্রাফ

সংবাদ মাধ্যমটি জানিয়েছে, গ্রেপ্তার হওয়া দুই ফুটবলারই ১৯ বছর বয়সী এবং একই ক্লাবে খেলে থাকেন। তাদের একজনকে ক্লাবের স্টেডিয়ামে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরদিন গ্রেপ্তার করা হয় আরেকজনকে। এদের মাঝে একজনের বিরুদ্ধে ধর্ষণ এবং অন্যজনের বিরুদ্ধে ধর্ষণে সহায়তার অভিযোগ করা হয়েছে। অলআউট স্পোর্টস

পুলিশের এক মুখপাত্র ‘দ্য সান’কে বলেছেন, ধর্ষণের অভিযোগে দুজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ১৯ বছর বয়সী একজনকে ধর্ষণে সহায়তা ও প্ররোচনার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। ১৯ বছর বয়সী অন্য একজনকে গ্রেপ্তার করা হয়েছে ধর্ষণের সন্দেহে।

গত শুক্রবার রাতে ধর্ষণের এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী নিজেই পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেন। গ্রেপ্তার হওয়া ফুটবলারের ক্লাবের পক্ষ থেকেও কোনো মন্তব্য করা হয়নি। ক্লাবের নাম প্রকাশ না করে ‘দ্য সান’ জানিয়েছে, বিষয়টি পুলিশি তদন্তাধীন থাকায় ক্লাব কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

উল্লেখ্য, এর আগে ম্যান ইউ স্ট্রাইকার ম্যাসন গ্রিনউড আর ম্যান সিটির ফুলব্যাক বেঞ্জামিন মেন্দির বিরুদ্ধেও ধর্ষণের অভিযোগ উঠেছিল। তবে আদালত থেকে দুজনেই ছাড়া পান। 

এলআরবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়