শিরোনাম
◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৪, ০৪:২১ দুপুর
আপডেট : ২৪ এপ্রিল, ২০২৪, ১১:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দক্ষিণ আফ্রিকায় বক্সিংয়ে স্বর্ণপদক জিতলেন বাংলাদেশি জিনাত ফেরদৌস

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশি বক্সার জিনাত ফেরদৌস নেলসন ম্যান্ডেলা কাপ আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতায় সোনা জিতেছেন। দক্ষিণ আফ্রিকায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র প্রবাসী জিনাত ৫০ কেজি ওজন শ্রেণির ফাইনালে হারিয়েছেন ইথিওপিয়ার প্রতিযোগীকে।

গত বছর সেপ্টেম্বরে চীনের হাংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে অংশ নেন জিনাত। সেখানে ‘বাই’ পেয়ে প্রথম রাউন্ডের বাধা পার করলেও তিনি দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেন। আগামী মাসে থাইল্যান্ডে প্যারিস অলিম্পিকের বাছাইয়েও বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি। - অলআউট স্পোর্টস

জিনাতের বাবা-মায়ের বাড়ি ঢাকার শ্যামলীতে। তবে বেড়ে তার ওঠা যুক্তরাষ্ট্রে। সেখানেই অঙ্গরাজ্য পর্যায়ের বক্সিংয়ে নিয়মিত অংশ নিয়ে থাকেন বাংলাদেশি বংশোদ্ভুত এই বক্সার।

দক্ষিণ আফ্রিকার এই প্রতিযোগিতায় জিনাতের অংশগ্রহণের বিষয়ে বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জানান, বাংলাদেশের প্রতিযোগী হিসেবেই জিনাত সেখানে খেলেন।

থাইল্যান্ডে অলিম্পিকের বাছাইপর্বে জিনাত ছাড়াও বাংলাদেশ  থেকে যাবেন আরও তিন বক্সার। তারা হলেন, এশিয়ান গেমসে অংশ নেওয়া সেনাবাহিনীর বক্সার সেলিম হোসেন, আবু তালহা ও হোসেন আলী।

বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আশা করছেন, সেরা চারের মধ্যে থেকে প্যারিসে খেলার সুযোগ পাবেন জিনাত। অন্যদিকে, ওয়াইল্ড কার্ডের মাধ্যমে সেলিমেরও অলিম্পিকে খেলার সুযোগ দেখছেন তিনি। সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়