শিরোনাম
◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৪, ০৩:৩৫ দুপুর
আপডেট : ২৪ এপ্রিল, ২০২৪, ০৪:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ সিরিজে অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে জোনাথনকে নিয়ে দল ঘোষণা জিম্বাবুয়ের

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৮ এপ্রিল ঢাকায় আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। তার আগে এই সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে সফরকারীরা। সেখানে ডাক পেয়েছেন দলটির সাবেক অধিনায়ক অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে জোনাথন। ২৬ বছর বয়সী এই খেলোয়াড় এখনো জিম্বাবুয়ের হয়ে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি।

বাঁহাতি ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে তিনে ব্যাট করেন জোনাথন। লেগ স্পিনটাও নিয়মিত করেন তিনি। এছাড়া দলে জায়গা পেয়েছেন টপ অর্ডার ব্যাটসম্যান তাদিওয়ানাশে মারুমানি ও পেস বোলিং অলরাউন্ডার ফারাজ আকরামকে। দলের বাকি সবাই গত জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে জিম্বাবুয়ের খেলা সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন।

অভিষেকের অপেক্ষায় থাকা জোনাথন ক্যাম্পবেল ও দুই তরুণ খেলোয়াড় ক্লাইভ মাদান্দে ও ব্রায়ান বেনেট গত মাসে আফ্রিকান গেমসে জিম্বাবুয়ে ইমার্জিং দলে ছিলেন। জিম্বাবুয়ে সোনা জেতে সেই গেমসে।

সিরিজের প্রথম ম্যাচ ৩ মে শুরু হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচও এই মাঠে হবে যথাক্রমে ৫ ও ৭ মে। ১০ মে চতুর্থ টি-টোয়েন্টি ও ১২ মে শেষ ম্যাচটি মাঠে গড়াবে মিরপুরে। সিরিজ শেষে ১৩ মে বাংলাদেশ ছাড়বে জিম্বাবুয়ে দল।

১৫ সদস্যের জিম্বাবুয়ের দল: সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, জোনাথন ক্যাম্পবেল, ক্রেইগ আরভিন, জয়লর্ড গাম্বি, লুক জঙ্গে, ক্লাইভ মাদাণ্ড, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, অ্যান্সলে লোভু, রিচার্ড এনগারাভা ও শন উইলিয়ামস।

এফএ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়