শিরোনাম
◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৪, ০৭:৪৬ বিকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৪, ০৭:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশের সঙ্গে পেরে উঠলো না শেখ জামাল 

আহমেদ ফয়সাল: ফেডারেশন কাপে কোয়ার্টার ফাইনালে শেখ রাসেলকে ৩-০ ব্যবধানে হারিয়ে আসরের সেমিফাইনাল নিশ্চিত করেছে পুলিশ ফুটবল ক্লাব। এখন সেমিফাইনালে মোহামেডানের সামনে বাধা হচ্ছে পুলিশ। তাদের এই দাপুটে জয়ই বলছে মোহামেডানের ফাইনালে ওঠার লড়াইটা সহজ হবে না।

মঙ্গলবার (২৩ এপ্রিল) গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে প্রথমার্ধেই ম্যাচ নিজেদের করে নেয় পুলিশ। ম্যাচের তৃতীয় মিনিটে জাভোখি সখিলভের গোলে এগিয়ে যায় পুলিশ। প্রথম গোলের মাত্র ৫ মিনিট পরই কাউন্টার অ্যাটাকে ব্যবধান দ্বিগুণ করেন কাজেশ শাহ। এরপর ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা করেও পারেনি শেখ জামাল।

ম্যাচের ২৮তম মিনিটে পুলিশের তৃতীয় গোলটি উজবেকিস্তানের ডিফেন্ডার আব্দুল্লায়েভের ব্যাক হিল থেকে আসে। শাহেদ মিয়ার ক্রস বক্সের ভেতর থেকে বল জালে জড়িয়েছেন তিনি গোলরক্ষককে বোকা বানান। তিন গোল হজম করার পরও শেখ জামালের ফরোয়ার্ড লাইনে কারও পায়ে গোলের সম্ভাবনার সেই ঝলকটাই দেখা যায়নি।

বিরতির পর ৮২ মিনিটে শাকিল হোসেনের বাড়ানো বলে জায়েদ আহমেদের ফ্লিক প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে বারের ওপর দিয়ে গেছে। অতিরিক্ত সময়ে জায়েদের ক্রস সেনেগালিজ স্ট্রাইকার আবু তোরে বুটের কানায় লাগিয়ে দিয়েছিলেন। কিন্তু গোললাইন থেকে সেই বল ফিরিয়ে দেন আখরোরবেক উকতামভ।

ফেডারেশন কাপে আর একটি কোয়ার্টার ফাইনালের খেলা বাকি রয়েছে। আগামী সপ্তাহে সে ম্যাচে আবাহনীর মুখোমুখি হবে ফর্টিস। তাদের বিজয়ী দল সেমিফাইনালে প্রতিপক্ষ হবে বসুন্ধরা কিংসের।

এএফ/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়