শিরোনাম
◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৪, ০৮:০৮ রাত
আপডেট : ২০ এপ্রিল, ২০২৪, ০৮:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই বাংলাদেশি শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের দল কিনলেন

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কা প্রিমিয়ার ক্রিকেট লিগের (এলপিএল) দল ডাম্বুলা অরা কিনে নিলো দুই বাংলাদেশির মালিকানাধীন প্রতিষ্ঠান ইম্পেরিয়াল স্পোর্টস গ্রুপ। ফ্র্যাঞ্চাইজিটি ডাম্বুলা থান্ডার্স নামে মাতাবে আগামী মৌসুমের এলপিএল। শনিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে এলপিএল কর্তৃপক্ষ।

তামিম রহমান ও গোলাম রাকিব দুই বাংলাদেশি উদ্যোক্তা। যুক্তরাজ্যের বাজারে ব্যবসা সফল এ দুজন এবার বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কা প্রিমিয়ার লিগে। নিজেদের প্রতিষ্ঠান ইম্পেরিয়াল স্পোর্টস গ্রুপের অধীনে তারা কিনেছে ডাম্বুলা ফ্র্যাঞ্চাইজির মালিকানা স্বত্ব। সময়টিভি

 ফ্র্যাঞ্চাইজিটি নিয়ে নিজেদের ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে তামিম রহমান বলেন, লঙ্কা প্রিমিয়ার লিগে নিজেদের যাত্রা শুরু করতে পেরে আমরা বেশ আনন্দিত। আমাদের মূল লক্ষ্য এমন একটি দল তৈরি করা যেটা সাহস, দক্ষতা ও স্পোর্টসম্যানশিপের উদাহরণ হবে। যে দল সবাইকে আকৃষ্ট করবে এবং বিশ্বব্যাপী সমর্থকদের অনুপ্রেরণা যোগাবে।

ইম্পেরিয়াল স্পোর্টস গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা গোলাম রাকিব বলেন, আমাদের লক্ষ্য, ডাম্বুলা থান্ডার্সকে সর্বোচ্চ প্রতিযোগিতার পর্যায়ে নিয়ে যাওয়া। আমরা স্থানীয় প্রতিভাকে পরিচর্যা করতে এবং ইতিবাচক ও দীর্ঘমেয়াদি প্রভাব তৈরিতে শ্রীলঙ্কান কমিউনিটির কাছে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা এখানে এসেছি জিততে, ক্রিকেটের সঠিক আবহকে উদযাপন করতে এবং আমাদের সমর্থকদের গর্বিত করতে।

২০২০ সালে লঙ্কা প্রিমিয়ার লিগে যাত্রা শুরুর পর থেকে এ নিয়ে চতুর্থবারের মতো স্বত্বের কারণে নাম পরিবর্তন করলো ডাম্বুলা। প্রতিষ্ঠাকালীন দলটির নাম ছিল ডাম্বুলা ভাইকিংস। এরপর মালিকানা পরিবর্তন করে ২০২১ সালে হয়ে যায় ডাম্বুলা জায়ান্টস আর ২০২২ সালে ডাম্বুলা অরা। আগামী মৌসুম দলটি খেলবে ডাম্বুলা থান্ডার্স নামে। আগামী ১ জুলাই মাসে উঠবে লঙ্কা প্রিমিয়ার লিগের আগামী মৌসুমের পর্দা। চলবে ২১ জুলাই পর্যন্ত। সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়