শিরোনাম
◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৪, ০৮:০৭ রাত
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৪, ০৮:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশের বিরুদ্ধে ৪-২ গোলে জিতেছে মেরিনার্স

স্পোর্টস ডেস্ক: প্রিমিয়ার ডিভিশন হকি লিগে মেরিনার্স ইয়াং প্রথম পর্বেও দুই হার ও এক ড্রয়ের ধাক্কা সুপার সিক্সে সামলে নিয়েছে। ফলে পাঁচ ম্যাচের সবগুলোতেই জয়ের দেখা পেলো তারা। তারপরও শিরোপার জন্য তাদের তাকিয়ে থাকতে হচ্ছে মোহামেডান-আবাহনী ম্যাচের দিকে।

শুক্রবার (১৯ এপ্রিল) মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে পুলিশকে ৪-২ হারিয়েছে মেরিনার্স। দুই দলের প্রথম পর্বের ম্যাচটি হয়েছিল ৫-৫ ড্র। সুপার সিক্সে ঊষা ক্রীড়া চক্রকে ৫-৩ গোলে হারিয়ে শুরুর পরের তিন ম্যাচে আবাহনীকে ২-১, মোহামেডানকে ৩-২ এবং অ্যাজাক্স স্পোর্টিংকে ৯-২ গোলে হারিয়েছিল মেরিনার্স।

১৫ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে শিরোপাধারী মেরিনার্স। এক ম্যাচ কম খেলা আবাহনীর পয়েন্ট ৩৪। ৩৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মোহামেডান। আবাহনীর বিপক্ষে জিতলে ২০১৮ সালের পর লিগের মুকুট ফিরে পাবে আবাহনী। মোহামেডানের বিপক্ষে আবাহনী জিতলে তাদের পয়েন্ট হবে মেরিনার্সের সমান। সেক্ষেত্রে বাইলজ অনুযায়ী প্লে-অফ ম্যাচ হওয়ার কথা। মোহামেডান ও আবাহনী ম্যাচ ড্র হলে মুকুট ধরে রাখবে মেরিনার্স।

ম্যাচের শুরতেই মেরিনার্সকে পেনাল্টিতে গুরজিত সিংয়ের গোল হজম করতে হয়। শুরুর ধাক্কা সামলে নবম মিনিটে দীপকের লক্ষ্যভেদ সমতায় ফিরে মেরিনার্স। এরপর পেনাল্টি কর্নার থেকে রাজিন্দর সিং ও মঈনুল ইসলাম কৌশিকের রিভার্স হিটে স্কোরলাইন ৩-১ করে নেয় মেরিনার্স। ২৭তম মিনিটে দীপক প্যাটেলের ফিল্ড গোলে ফের ম্যাচ জমিয়ে তোলে পুলিশ। পাঁচ মিনিট পর সোহানুর রহমান সবুজের গোলে ব্যবধান বাড়িয়ে নেওয়া মেরিনার্স বাকি সময় নির্বিঘ্ন কাটিয়ে জয় তুলে নেয়। -বিডিনিউজ

লিগে সবুজের গোল হলো ৩৯টি। ১৯৯৫ সালে রফিকুল ইসলাম কামালের এক মৌসুমে করা ৪০ গোলের রেকর্ড টিকে থাকলো।

এফএ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়