শিরোনাম
◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৪, ১২:৫৯ দুপুর
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৪, ১২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুশতাক কোচ হয়ে আসাতে ভাষাগত সমস্যায় পড়বেন না ক্রিকেটাররা: সুজন

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট দলের স্পিন বোলিং কোচ হিসেবে পাকিস্তানের বিশ^কাপজয়ী লেগ স্পিনারকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাকে টাইগারদের স্পিন কোচের দায়িত্ব দেওয়ায় ক্রিকেটাররা ভাষাগত সমস্যায় পড়বেন না বলে মনে করেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন।

প্রিমিয়ার লিগে আবাহনীর কোচ সুজন মনে করেন, আমি মনে করি, এত অভিজ্ঞ একজন স্পিন বোলিং কোচ। মুশতাক কোচ হয়ে আসাতে ভাষাগত সমস্যায় পড়বেন না ক্রিকেটাররা। ফলে যোগাযোগও বেশ সহজ হবে। উপমহাদেশের হওয়ায় উর্দু বা হিন্দি হয়তো কিছু বলবে। যেটা ইংরেজির চেয়ে সহজে বোধগম্য। তাই ছেলেদের কমিউনিকেশন করতে সহজ হবে।

মুশতাকের সঙ্গে বিসিবির চুক্তি হয়েছে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে ১ জুন থেকে মাঠে গড়াবে এই বিশ্বকাপ।

এর আগে ৫৩ বছর বয়সী মুশতাক ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইংল্যান্ড দলের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করেছেন। নিজ দেশ পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজেরও স্পিন কোচ ছিলেন মুশতাক। -জাগোনিউজ

ক্রিকেট ক্যারিয়ারে পাকিস্তান জাতীয় দলের হয়ে ১৫২ টেস্টে ১৮৫ এবং ১৪৪ ওয়ানডেতে নিয়েছেন ১৬১ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে শিকার করেছেন ১৪০৭ উইকেট। ১৯৯২ সালে ইমরান খানের নেতৃত্বাধীন বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের অন্যতম সদস্য ছিলেন মুশতাক আহমেদ।

তাকে নিয়ে সুজনের কথা, মুশি ভাই পাকিস্তানের হয়ে অনেক দিন ক্রিকেট খেলেছেন। তার কোচিং ক্যারিয়ারও অনেক সমৃদ্ধ। ইংল্যান্ড বা অনেক বড় বড় দেশের জন্য কাজ করেছেন। তার অভিজ্ঞতাটা অবশ্যই আমাদের কাজে লাগবে বলে আমি বিশ্বাস করি। বাকিটা উনার কমিটমেন্ট বা ডেডিকেশনটা গুরুত্বপূর্ণ।’

এএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়