শিরোনাম
◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৪, ০৪:০০ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৪, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অপরাজিত থেকেই প্রিমিয়ার ক্রিকেটের সুপার লিগে আবাহনী

নিজস্ব প্রতিবেদক: একমাত্র অপরাজিত দল হিসাবে প্রিমিয়ার ক্রিকেট লিগের সুপার লিগে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। তারা প্রথমপর্বের শেষ ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে রীতিমতো উড়িয়ে দিয়েছে। শরিফুল ইসলাম- তাসকিন আহমেদের তোপে শেখ জামালকে ২২.৪ ওভারে মাত্র ৮৮ রানে অলআউট করে আবাহনী। তারপর ১০.২ ওভারেই এই লক্ষ্য অতিক্রম করে বর্তমান চ্যাম্পিয়নরা।  এই জয়ের ফলে প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ডে ১১ ম্যাচের মধ্যে ১১টি'তেই জিতল আবাহনী।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এ দিন শুরু থেকেই আসা যাওয়ার মধ্যে ব্যস্ত থাকে শেখ জামালের ব্যাটাররা। তৃতীয় ওভারেই আবাহনীকে উইকেট এনে দেন শরিফুল। তার বলে থার্ড ম্যান অঞ্চলে ক্যাচ তুলে দেন ১০ বলে ১৬ রান করা সাইফ হাসান।

একটু পর রবিউল ইসলাম রবিকে বোল্ড করেন শরিফুল। ১৩ বলে মাত্র চার রান করেন রবি। উইকেট উৎসবে যোগ দেন তাসকিনও। ১০ বলে এক রান করা ফজলে রাব্বিকে বোল্ড করেন তিনি। পরের ওভারে তানজিম হাসান সাকিবও উইকেটের দেখা পান।

তাকে উড়িয়ে মারতে গিয়ে ডিপ মিড উইকেটে ক্যাচ দেন ৩২ বলে ২৩ রান করা সৈকত আলী। তারপরের ওভারে নুরুল হাসান সোহানকে ফেরান তাসকিন। এই পেসারের গুড লেংথের বলে দ্বিতীয় স্লিপে নাইম শেখকে ক্যাচ দেন শেখ জামালের অধিনায়ক।

৫৭ রানের মধ্যেই পাঁচ উইকেট হারায় শেখ জামাল। পরে আর মাথা তুলে দাঁড়াতে পারেনি দলটি। তাইবুর রহমান ২১ বলে ১৪ এবং ইয়াসির আলী রাব্বি ২৭ বলে ১৭ রান করে দলকে শতরানের কাছাকাছি নিয়ে যান।

আবাহনীর হয়ে ৩৫ রান খরচায় চার উইকেট নেন শরিফুল। দুটি করে উইকেট নেন তাসকিন এবং তানভির ইসলাম। একটি করে উইকেট নেন সাকিব এবং মোসাদ্দেক হোসেন সৈকত।

লক্ষ্য তাড়া করতে নেমে কোনো চাপই নেয়নি আবাহনী। দশ উইকেটেই ম্যাচটি জিতে তারা। এনামুল হক বিজয় ২২ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন। ৪০ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন আসরজুড়ে দুর্দান্ত ফর্মে থাকা নাইম। সম্পাদনা: এল আর বাদল

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়