শিরোনাম
◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৪, ০২:০৪ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৪, ০৩:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তামিমের সঙ্গে কী আলাপ হয়েছে এটা বলা সম্ভব না: জালাল ইউনুস

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে তামিম ইকবালের নিয়মিত হওয়াটা এখনও অনিশ্চিত। সাবেক ওডিআই এই কাপ্তানকে পুনরায় জাতীয় দলে দেখতে চান বর্তমান অধিনায়ক শান্তও। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনও তামিমের ফেরা নিয়ে বেশ আশাবাদী।

সম্প্রতি তামিমকে নিয়ে আলোচনা করতে দেখা যায় বিসিবির অন্যতম শীর্ষ পরিচালক জালাল ইউনুস এবং তিন ফরম্যাটের টাইগার অধিনায়ক শান্তর সঙ্গে। তবে তামিমের সঙ্গে কী নিয়ে আলাপ হয়েছে সেটি বলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জালাল ইউনুস।

বুধবার মিরপুরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবি পরিচালক। তিনি জানান, তামিম কি বলেছে হি ইজ কামিং ব্যাক? আমাদের সঙ্গে এরকম কোনো কথা হয়নি। তামিম ইকবালের সঙ্গে কথা বলার জন্য সিরাজ ভাই আমাকে অ্যাসাইন করেছিলেন। আমরা তার সঙ্গে তার ক্রিকেট প্ল্যান নিয়ে কথা বলেছি। একটা জায়গায় এসে আলাপ আলোচনা শেষ করেছি।

তিনি আরও বলেন, আমাদের মিটিংয়ের আউটকাম বোর্ড সভাপতিকে জানানো হয়েছে। মূল তামিমের ক্রিকেট পরিকল্পনা নিয়েই আমাদের সঙ্গে আলাপ করেছে। কী আলাপ করেছে এটা বলা সম্ভব না। এটা তামিম ও বোর্ড সভাপতির সঙ্গে আলাপ-আলোচনার পর আপনারা জানতে পারবেন। -চ্যানেল২৪

এফএ/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়