শিরোনাম
◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৪, ০৪:১৪ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৪, ০৪:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের বিরুদ্ধে বাংলাদেশের দলে জায়গা পেলেন ১৫ বছরের হাবিবা

স্পোর্টস ডেস্ক: ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা করেছে বিসিবি। চমক দেখিয়ে সেখানে জায়গা পেয়েছেন ১৫ বছর বয়সী ডানহাতি পেসার হাবিবা ইসলাম পিংকি। মঙ্গলবার (১৬ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৫ সদস্যের স্কোয়াড দেওয়া হয়েছে।

বরাবরের মতো টাইগ্রেসদের নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক-ব্যাটার নিগার সুলতানা জ্যোতি। চোট কাটিয়ে দলে ফিরেছেন ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিক। অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টিতে খেলা উইকেটরক্ষক ফারজানা আক্তার লিসা বাদ পড়েছেন। তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন রুবাইয়া।

ওই সিরিজে দলে থাকা স্পিন অলরাউন্ডার সুমাইয়া আক্তারকে এবার রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে। তার পরিবর্তে প্রথমবারের মতো জাতীয় দলে ডাকা হয়েছে হাবিবাকে। নিশিতা আক্তার নিশিকেও স্টান্ডবাই হিসিবে রাখা হয়েছে।

টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই হবে সিলেটে। ২৮ এপ্রিল অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচ। বাকি চারটি ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে ৩০ এপ্রিল, ২ মে, ৬ মে ও ৯ মে। প্রথম দুটি ও শেষ ম্যাচটি হবে দিবারাত্রি। -দ্য ডেইলি স্টার

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, শরীফা খাতুন, দিলারা আক্তার, রুবাইয়া হায়দার ঝিলিক ও হাবিবা ইসলাম পিংকি।

এফএ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়