শিরোনাম
◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৪, ০১:৪৮ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৪, ০১:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোচ নাথান কেইলির চাওয়ায় লিটন-শান্তদের ফিটনেস টেস্ট হবে ভিন্নভাবে

লিটন ও শান্ত

স্পোর্টস ডেস্ক: ঈদের ছুটি কাটিয়ে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কারণ ২৮ এপ্রিল বাংলাদেশে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসবে জিম্বাবুয়ে। এরপর রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ইতোমধ্যেই নির্বাচকরা তাদের কাজ অনেকটাই গুছিয়ে এনেছেন। যদিও অনেক সিদ্ধান্ত নির্ভর করছে জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের ওপর। ২১ এপ্রিল ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে টাইগার কোচের। 

জিম্বাবুয়ে সিরিজের চেয়ে টি-টোয়েন্টি বিশ^কাপকে বেশি প্রাধান্য দিচ্ছেন নির্বাচকরা। বিসিবির নতুন ট্রেনার নাথান কেইলির চাওয়ায় এবার ক্রিকেটারদের ফিটনেস টেস্ট হবে ভিন্নভাবে। জানা গেছে, ক্রিকেটারদের দৌড়াতে হবে অ্যাথলেটিকস ট্র্যাকে, দিতে হবে শারীরিক নানা ধরনের ফিটনেস পরীক্ষা। ইয়ো ইয়ো টেস্টও দিতে হবে ক্রিকেটারদের।

এই অস্ট্রেলিয়ান ট্রেনার ক্রিকেটারদের ১৬০০ মিটারের রানিং টেস্ট নিতে চান। যদিও এই পরীক্ষাটি কোন স্টেডিয়ামে নেওয়া হবে সেটা এখনো জানানো হয়নি। অ্যাথলেটিকস ট্র্যাকে দৌড় শেষ হলেই একই দিনে মিরপুরের ইনডোরে হবে বাকি শারীরিক ফিটনেস টেস্ট। জিম্বাবুয়ে সিরিজের আগে ২-৩ দিনের একটা ছোট্ট অনুশীলন ক্যাম্প করার পরিকল্পনাও আছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের।

উল্লেখ্য জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজের প্রথম তিন ম্যাচ অনুষ্ঠিত হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি হবে ১০ ও ১২ মে। জিম্বাবুয়ে সিরিজ শেষে যুক্তরাষ্ট্রে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এরপরই শুরু হবে বিশ্বকাপের ব্যস্ততা। -চ্যানেল২৪

এফএ/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়