শিরোনাম
◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৪, ০৬:০৩ বিকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৪, ০২:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামিন না পেয়ে আদালতে জ্ঞান হারালেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার স্ল্যাটার

স্পোর্টস ডেস্ক: সহিংসতা, অনৈতিকভাবে গোপনে নজরদারি, হয়রানি, শারীরিকভাবে আক্রমণ সহ মোট ১৯টি অভিযোগে পুলিশি রিমান্ডে নেওয়া হয় অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার মাইকেল স্ল্যাটারকে। এবার এক আদালতে তার জামিন আবেদন নামঞ্জুর করার পর জ্ঞান হারিয়ে পড়ে গিয়েছেন এই অজি ব্যাটসম্যান।

মঙ্গলবার জামিনের আবেদন করেন সপ্তাহের শুরু থেকেই কুইন্সল্যান্ডের ম্যারুচিডোরে পুলিশের হাতে থাকা স্ল্যাটার। জামিন শুনানির সময় কয়েদিদের সবুজ পোশাক পরা ছিলেন তিনি। আদালত জামিন না মঞ্জুর করার পর প্রথমে দুহাতে মুখ ঢাকেন স্ল্যাটার। এরপর তাকে যখন সেলে নিয়ে যাওয়া হচ্ছিল তখনই পরে যান স্ল্যাটার।

জামিনের শুনানিতে স্ল্যাটারের আইনজীবী মাইকেল রবিনসন জানিয়েছেন, তার মক্কেল ছাড়া পেলে সিডনির মানসিক পুনর্বাসন কেন্দ্রে থাকার পরিকল্পনা করেছেন। এ ছাড়া তার বিরুদ্ধে দায়ের করা সব অভিযোগও অস্বীকার করেন স্ল্যাটার। তবে পুলিশ এই আবেদনের বিরোধিতা করে। মারাত্মক সহিংসতার অভিযোগ থাকায় আদালত তাকে জামিন না দেওয়ার সিদ্ধান্ত দেন। আগামী মাসে আবার আদালতে তোলা হবে স্ল্যাটারকে। -প্রথম আলো

অস্ট্রেলিয়ার হয়ে ৭৪ টি টেস্ট খেলেছেন স্ল্যাটার। ব্যাট হাতে ৪২.৮৩ গড়ে ৫৩১২ রান করেছেন ৫৪ বছর বয়সী এই ক্রিকেটার। তার ঝুলিতে আছে ১৪টি সেঞ্চুরি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়