শিরোনাম
◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৪, ১২:৫১ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৪, ১২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পালমারের ৪ গোল, এভারটনকে উড়িয়ে দিলো চেলসি

স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে কোল পালমারের দানবীয় পারফরম্যান্সে এভারটনকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে চেলসি। ৩০ মিনিটের মধ্যেই হ্যাটট্রিক পূরণ করেন পালমার। এরপর আরও ১ গোলের দেখা পান তিনি। সোমবার রাতে ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে ২১ বছর বয়সী পালমার বলতে গেলে এভারটনকে একাই ধসিয়ে দিয়েছেন।

ইংল্যান্ডের এই তরুণ প্রথম গোলের দেখা পান ম্যাচের ১৩তম মিনিটে। হেডে দ্বিতীয় গোল করেন ১৮তম মিনিটে। ডানপায়ের শটে ২৯তম মিনিটে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে নিজের হ্যাটট্রিক পূরণ করেন। ম্যাচের দ্বিতীয়ার্ধে ৬৪তম মিনিটে পেনাল্টি থেকে শেষ গোলটি করেন তিনি।

এভারটনের বিপক্ষে ৪ গোলের সুবাদে চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন পালমার। তার সমান ২০ গোল করেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড আর্লিং হালান্ড। এই মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলে মোট ২৩ গোল করলেন পালমার।

গত ৫ বছরের মধ্যে চেলসির প্রথম কোনো খেলোয়াড় এক মৌসুমে ২০ গোল করার কীর্তি গড়েন। তার আগে ২০১৮-১৬ মৌসুমে ২০ গোলের রেকর্ড করেছিলেন ইডেন হ্যাজার্ড। চেলসির হয়ে বাকি গোল দুটি করেন নিকোলাস জ্যাকসন ৪৪তম মিনিটে ও বদলি খেলোয়াড় আলফি গিলক্রিস্ট ৯০তম মিনিটে।
৩১ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের নবম স্থানে আছে চেলসি। আর ৩২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের নিচের দিক থেকে পঞ্চম স্থানে আছে এভারটন। -জাগোনিউজ

এএফ/এইচএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়