শিরোনাম
◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৪, ০৫:০৪ বিকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০২৪, ০৫:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজী টায়ার্সের বিরুদ্ধে তুষারের শতকে দশ উইকেটের জয় রুপগঞ্জের

স্পোর্টস ডেস্ক: ঈদের ছুটি শেষে মাঠে গড়িয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ। মাঠে নেমেই গাজী টায়ার্স ক্রিকেট একাডেমিকে ১০ উইকেটে হারিয়েছে লিজেন্ডস অব রুপগঞ্জ। অসাধারণ এক সেঞ্চুরি করে ম্যাচ জয়ের নায়ক রুপগঞ্জের ওপেনার তাওফিক খান তুষার।

সোমবার (১৫ এপ্রিল) বিকেএসপির ৩ নম্বর মাঠে টসে জিতে গাজী টায়ার্সকে ব্যাটিংয়ের আমন্তণ জানায় রুপগঞ্জ। দুই ওপেনার ইফতিখার হোসাইন ইফতি এবং মোহাব্বত হোসেন রোমানের জুটি থেকে রান আসে ৪১। ১৭ বলে ২৬ রান করে সাজঘরে ফেরেন রোমান।

ওপেনিং জুটি ভাঙার পর শুরু হয় উইকেট পতনের  মিছিল। দুর্দান্ত বোলিংয়ে গাজী টায়ার্সের ব্যাটিং লাইনআপকে বিধ্বস্ত করেন রুপগঞ্জের বোলাররা। শেষ পর্যন্ত ৪৪.২ ওভারের মাথায় ১৫০ রানে অলআউট হয়ে যায় গাজী টায়ার্স। ইনিংস সর্বোচ্চ ৩০ রান করেন ইফতেখার। দুই ওপেনার বাদে আর মাত্র একজনই ছুঁতে পেরেছেন ২০ রানের কোটা, ৫৩ বলে ২০ রান করেন ইফতেখার সাজ্জাদ। ১০৯ রানের মধ্যে শেষ ৯ উইকেট হারায় গাজী টায়ার্স। -আরটিভি

রুপগঞ্জের হয়ে ৪ উইকেট শিকার করেন শুভাগত হোম চৌধুরী। এছাড়া মাশরাফী বিন মোর্ত্তজা এবং আবদুল হালিম নেন ২টি করে উইকেট।
১৫১ রানের লক্ষ্যে  ব্যাট করতে নেমে বেধড়ক পিটুনি শুরু করেন রুপগঞ্জের ওপেনার তাওফিক খান তুষার। মারমুখি ব্যাটিংয়ে দ্রুতই ফিফটি তুলে নেন তিনি। আরেক ওপেনার সাদমান ইসলাম কিছুটা রয়েসয়ে খেলেন।

ফিফটির পরেও চলেছে তাণ্ডব। বিস্ফোরক এক সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন তুষার। ৬৬ বলে অপরাজিত ১১৪ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি। অন্যদিকে ৫১ বলে ৩৫ রান করে অপরাজিত ছিলেন সাদমান। ১০ উইকেট এবং ১৮৪ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় রুপগঞ্জ।

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়