শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৪, ০৫:২৩ বিকাল
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৪, ০৫:২৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এপ্রিলে বাংলাদেশে আসছে ভারত

স্পোর্টস ডেস্ক: সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশে হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক আসরের আগে ব্যস্ত সময়ই কাটছে বাংলাদেশের। এই মুহূর্তে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল আছে বাংলাদেশে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে খেলছে টি-টোয়েন্টি সিরিজ। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি হবে বৃহস্পতিবার।

অস্ট্রেলিয়া বিদায়ের পর চলতি মাসের (এপ্রিল) শেষেই বাংলাদেশ সফর করবে ভারত নারী দল। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিগার সুলতানা জ্যোতিরা।সিরিজের সূচি চূড়ান্ত হয়েছে বুধবার (৩ এপ্রিল)। সিরিজের সবগুলো ম্যাচই হবে সিলেটে।

ভারতের মেয়েরা বাংলাদেশে আসবে ২৩ এপ্রিল। সিরিজের  প্রথম ম্যাচ শুরু হবে ২৮ এপ্রিল। সিরিজের বাকি চারটি ম্যাচ হবে ৩০ এপ্রিল, ২ মে, ৬ মে ও ৯ মে। প্রথম দুটি ও শেষ ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। তৃতীয় ও চতুর্থ ম্যাচ দুটি শুরু হবে বেলা দুইটায়। -প্রথম আলো

বাংলাদেশের মেয়েদের জাতীয় দল এই প্রথম খেলতে যাচ্ছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এর আগে সর্বোচ্চ তিন ম্যাচের সিরিজ খেলেছেন টাইগ্রেসরা। তবে ওয়ানডেতে দুবার পাঁচ ম্যাচের সিরিজ খেলেছে বাংলাদেশ, দুবারই প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার কাছে ৪-১ ব্যবধানে হারের পর ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে হারে ৫-০ ব্যবধানে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়