রিয়াদ হাসান: [২] বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানকে রাজধানীর উত্তরা থেকে কালো পতাকা মিছিলের সময় আটক করেছে আইন শৃঙ্খলা বহিনী।
[৩] মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ‘দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলসহ ১ দফা দাবী আদায়ে’ ঢাকা মহানগর উত্তর (জোন-২) বিএনপি’র কালো পতাকা মিছিল থেকে তাকে আটক করা হয়।
[৪] বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, উত্তরা পশ্চিম থানায় নিয়ে যাওয়া হচ্ছে ড. মঈন খানকে। আমি বিস্তারিত জেনে জানাতে পারবো।
[৫] তিনি আরো জানান, মিরপুর ৬ থেকে মহানগর উত্তর বিএনপির সদস্য (দপ্তর) জিয়াউর রহমানসহ অসংখ্য নেতাকর্মী আটক হয়েছেন।
আরএইচ/এইচএ/আইএফ