শিরোনাম
◈ যে জেলাকে নিয়ে শেখ হাসিনা সবচেয়ে ভয়ে থাকত তার নাম কুমিল্লা : হাসনাত আবদুল্লাহ ◈ যে চেয়ারে বসে আছেন, দয়া করে তার প্রতি ন্যায়বিচার করুন: মোদীকে দিল্লির শাহী ইমাম ◈ রাজধানীর বাজারে হঠাৎ উধাও সয়াবিন তেল, নেপথ্যে কী? ◈ অভিনব প্রতিবাদ: টিএসসিতে উচ্চশব্দের প্রতিবাদে ভিসি বাংলোর সামনে গান বাজাচ্ছেন ২ হলের ছাত্রীরা ◈ পাকিস্তানিদের গুরুত্বপূর্ণ ইস্যুতে ছাড় দিলো বাংলাদেশ, তীব্র প্রতিক্রিয়া ভারতের ◈ গোপালগঞ্জে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে যা বললেন মাওলানা মামুনুল হক (ভিডিও) ◈ সৌদি আরব সরকারের নতুন আইন, সুফল পাবে প্রসাসীরা ◈ ফের রাখাইনে বিস্ফোরণ, কাঁপছে টেকনাফ ◈ শনিবার স্কুল খোলা নিয়ে প্রচার, যা বলছে শিক্ষা মন্ত্রণালয় ◈ ভারতের হোটেলে থেকে বাংলাদেশি আম্পায়ার নাজিব রাসেলের লাশ উদ্ধার

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৩, ১১:৪৬ রাত
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২৩, ০৭:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জোট না হলেও সমঝোতার সম্ভাবনা 

আওয়ামী লীগের কাছে ৩৫ আসন চায় জাতীয় পার্টি

মনিরুল ইসলাম, এম এম লিংকন: [২] বুধবার রাতে রাজধানীর গুলশানের একটি হোটেলে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (জাপা) বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জাপার পক্ষ থেকে আসনের পাশাপাশি বেশ কয়েকটি দাবি উত্থাপন করা হয়েছে।  

[৩] বৈঠক শেষে জাতীয় পার্টির দাবি-দাওয়া নিয়ে গণভবনে যান ওবায়দুল কাদের ও জাহাঙ্গীর কবির নানক। দলের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলে পরবর্তী করণীয় ঠিক করবেন তারা। ধারণা করা হচ্ছে, এর মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন জাপা চেয়ারম্যান জি এম কাদের। 

[৪] বৈঠকে আওয়ামী লীগের পক্ষ থেকে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম এবং সাংগঠনিক সম্পাদক মির্জা আজম উপস্থিত ছিলেন। 

[৫] জাতীয় পার্টির পক্ষ থেকে অংশ নেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু এবং সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ।

[৬] বৈঠকে জাতীয় পার্টির কোনো দাবি ছিল কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, তাদের দাবি নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয়।

[৭] আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে জাতীয় পাটি। 

[৮] সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, আলাদা আলাদাভাবে নিজ নিজ জায়গা থেকে সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করবো আমরা। জাতীয় পার্টির নেতারা আশ্বস্ত হয়েছেন এবং তারা লাঙল প্রতীক নিয়ে আসন্ন নির্বাচনে অংশ নেবেন। [

[৯] লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টি এবার ২৯৪টি আসনে ভোটে অংশ নিচ্ছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়