মাসুদ আলম : [২] নড়াইল-২ আসন থেকে সংসদ সদস্য হওয়ার পর জাতীয় দলের সাবেক ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজা নতুন কোনো সম্পদ গড়েননি। তবে সম্পদের মূল্য কিছুটা বেশি দেখিয়েছেন। এ সময়ে তার আয় অর্ধেকেরও বেশি কমেছে।
[৩] এবারের হলফনামা অনুযায়ী, বর্তমানে তার বার্ষিক আয় ৮৮ লাখ ৫৪ হাজার ৪৫৮ টাকা। পাঁচ বছর আগে হলফনামায় যা ছিল ১ কোটি ৯৯ লাখ ১৮ হাজার ৭০০ টাকা।
[৪] তার ৯ কোটি ৪২ লাখ ৬৯ হাজার ৬৩১ টাকার সম্পত্তি রয়েছে। ৫ বছর আগে তার সম্পদ ছিল মোট ৯ কোটি ১৪ লাখ ৫৯ হাজার ৫১ টাকার। অর্থাৎ এবার তার সম্পদ বেড়েছে ২৮ লাখ টাকার কিছু বেশি।
[৫] ৫ বছর আগে তার কোনো ঋণ না থাকলেও এখন সিটি ব্যাংকে ৮৯ লাখ ৭ হাজার ৭৭৫ টাকা ঋণ রয়েছে।
[৬] এ ব্যাপারে মাশরাফী বলেন, আমার আয়ের মূল উৎস তো ক্রিকেট খেলা। এখন আমি আর বাংলাদেশ দলে খেলি না, বোর্ডের চুক্তিতেও নেই। আয় কমে যাওয়াটাই স্বাভাবিক। এখন আমি শুধু বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগ খেলি। এই দুই টুর্নামেন্টের আয় ও সংসদ সদস্য হিসেবে যে বেতন-ভাতা পাই, এসবই আমার আয়ের উৎস। আমার তো আর অন্য কোনো পেশা নেই, আয় বাড়ার সুযোগও নেই। সম্পাদনা : সমর চক্রবর্তী