রিয়াদ হাসান: [২] দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে আরো তিনজনকে বহিষ্কার করা করেছে বিএনপি।
[৩] মঙ্গলবার (৫ ডিসেম্বর) দলের সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
[৪] এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বরিশাল জেলা বিএনপির সদস্য ও বাকেরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুল ইসলাম মোল্লা, বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ফরিদ আহমেদ লিটন ও কালীগঞ্জের বিএনপি কর্মী হেমায়েত মৃধাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
[৫] এর আগে, গত ১৬ নভেম্বর জাতীয় পার্টিতে যোগ দেন সাজ্জাদুল ইসলাম ও লিটন। সম্পাদনা: তারিক আল বান্না
আরএইচ/টিএবি/একে