শিরোনাম
◈ যশোর-বেনাপোল সড়কে ট্রেন-ট্রাক সংঘর্ষে আহত ২, দুই ঘন্টা রেল চলাচল বন্ধ ◈ সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ অনুমোদন ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত সঠিক: মির্জা ফখরুল ◈ বাসিত আলীর প্রস্তাব: পা‌কিস্তান সুপার লি‌গের বা‌কি খেলা বাংলাদেশে আয়োজন করা হোক ◈ অ‌স্ট্রেলিয়ান শন টেইট হ‌তে পা‌রেন বাংলা‌দেশ দ‌লের পেস বো‌লিং কোচ ◈ অবৈধ অস্ত্র, গুলি, বোমা ও গাড়িসহ আন্তঃ জেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার ◈ ভারত বাংলাদেশে পুশ ইন করছে, কোথায় খোদা বখস, কোথায় সরকারের স্বরাষ্ট্র দপ্তর, প্রশ্ন করেছেন রিজভী ◈ পুঁজিবাজার পরিস্থিতি উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা ◈ নতুন সংবিধান প্রণয়ন সময়সাপেক্ষ ব্যাপার: আসিফ নজরুল ◈ নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম ঢাকা রেঞ্জে চলবে না: ডিআইজি রেজাউল

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৩, ০৫:৪০ বিকাল
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২৩, ০৫:৪০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জি এম কাদেরের সম্পদ তিনগুণ বেড়েছে, স্ত্রী শেরিফার দ্বিগুন

তারিক আল বান্না: [২] জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান, বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) ও তার স্ত্রী শেরীফা কাদেরের ব্যাংকে নগদ টাকা, বাড়ি ভাড়া ও শেয়ারও বেড়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জমা দেওয়া হলফনামায় এসব তথ্য পাওয়া গেছে। সূত্র: ঢাকাপোস্ট, আরটিভি 

[৩] ২০১৮ সালের নির্বাচনে লালমনিরহাট-৩ আসনে জয়ী হয়েছিলেন সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং বাণিজ্য মন্ত্রী জিএম কাদের। সেই হলফনামায় উল্লেখ করেছিলেন, তার নগদ ছিল ১৪ লাখ ৪৭ হাজার ৯৭৩ টাকা। পাঁচ বছরে বেড়ে দাঁড়িয়েছে ৪৯ লাখ ৮৮ হাজার ২৫৩ টাকায়। একই সঙ্গে শেরীফা কাদেরের নগদ ছিল ২৭ লাখ ৬৪ হাজার ৭০১ টাকা, পাঁচ বছরে বেড়ে দাঁড়িয়েছে ৫৯ লাখ ৫৯ হাজার ৫৬৩ টাকা।

[৪] এছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঁচ বছর আগে জমা ছিল ১৩ লাখ ২ হাজার ৪৩৫ টাকা। এবার হয়েছে ৩৫ লাখ ৯৫ হাজার ৭৯৩ টাকা। স্ত্রীর ছিল ৪ লাখ ৭ হাজার ২৫৮ টাকা, তা বেড়ে দাঁড়িয়েছে ২৭ লাখ ৯ হাজার ৩৫৯ টাকা।

[৫] জি এম কাদেরের আগের হলফনামায় উল্লেখ করেছিলেন, কৃষি, বাড়ি ভাড়া, ব্যবসা, শেয়ার বা সঞ্চয়পত্র, চাকরিতে তার বার্ষিক আয় নেই। প্রার্থীর ওপর নির্ভরশীলদের বাড়ি ভাড়ার ওপর আয় ১১ লাখ ৫৮ হাজার টাকা, ব্যবসা থেকে পান ৪ লাখ ৪০ হাজার টাকা।

[৬] এবারের হলফনামায় উল্লেখ করেছেন, বাড়ি ভাড়া থেকে আয় ৩ লাখ টাকা, শেয়ার সঞ্চয়পত্র আছে ৩০ লাখ টাকা আর প্রার্থীর ওপর নির্ভরশীলদের আয় ১০ লাখ টাকা। আগে চড়তেন ৪০ লাখ টাকা দামের প্রাডো গাড়িতে, এখন চড়েন ৮৪ লাখ ৯৮ হাজার ৪৭৫ টাকার জিপ গাড়িতে। স্ত্রী শেরীফা চড়তেন ১৫ লাখ টাকার গাড়িতে, এখন চড়েন ৮০ লাখ টাকার জিপে। তাদের নামে জমি, বাড়ি, স্বর্ণালংকার বাড়েনি।

[৭] গত নির্বাচনকালে মামলা না থাকলেও, এবার জি এম কাদেরের নামে ফৌজদারি মামলা রয়েছে। সেটি বিচারাধীন। 

[৮] তিনি এবার রংপুর-৩ ও ঢাকা-১৭ আসনে নির্বাচন করতে মনোনয়ন দাখিল করেছেন। ইতোমধ্যে তা বৈধ ঘোষণা করা হয়েছে।   

[৯] জি এম কাদের পাঁচবার সংসদ নির্বাচনে অংশ নিয়ে চারবার জয়ী ও একবার পরাজিত হন। লালমনিরহাট-৩ আসনে ১৯৯৬, ২০০৮ এবং ২০১৮ সালে জয়ী হলেও, ২০১৪ সালে জয়ী হতে পারেননি। রংপুর-৩ আসনে তিনি ২০০১ সালে জয়ী হন। দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর জি এম কাদের চেয়ারম্যানের দায়িত্ব পান। সম্পাদনা: ইমরুল শাহেদ

টিএবি/আইএস/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়