শিরোনাম
◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও) ◈ নারায়ণগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে আইভী ◈ ‘মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্যের’ জবাব দিলেন আসিফ নজরুল

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৩, ০১:৫২ দুপুর
আপডেট : ৩০ নভেম্বর, ২০২৩, ০১:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোরাকাবায় বসে আল্লাহকে নির্বাচন নিয়ে প্রশ্ন করবেন তৈমুর আলম খন্দকার 

বিশ্বজিৎ দত্ত: [২] এক্স হ্যান্ডেলে লণ্ডন বাংলা চ্যানেলের সম্পাদক আব্দুর রব ভূট্টো তৃণমূল বিএনপির নেতা তৈমুর আলম খন্দকারের ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি বলেছেন, নারায়ণগঞ্জ ৫ আসন থেকে নির্বাচন করবেন না। এ বিষয়ে আজকে তাকে টেলিফোনে জিজ্ঞাস করলে তিনি বলেন, রূপগঞ্জবাসী আমাকে সেখানে নির্বাচন করতে বলেছে। সেখানেই নির্বাচন করবো। ৫ এ নির্বাচন করবো না। তবে আজ বিকালে আমি মোরাকাবায় বসবো। আমার আল্লাহকে জিজ্ঞাস করবো কোথায় নির্বাচন করা যাবে।  

[৩] ভিডিওতে দেখা যায়, তৈমুর আলম খন্দকারকে কোন এক ব্যাক্তি ফোন করেন। তিনি সালাম দিয়ে ফোনটি ধরেন। তারপর তিনি বলতে থাকেন আমার যা বলার আমি মাননীয় প্রধানমন্ত্রীর সামনে বলে এসেছি। আমি রুপগঞ্জ থেকে নির্বাচন করবো। নারায়ণগঞ্জ-৫ আসন থেকে নির্বাচন করবো না। এ অবস্থায় কথার বর খেলাপ করবো না। নিশ্চই গাজীর (রূপগঞ্জের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী) থেকে ভায়েস হয়ে উনারা এসব কথা বলছে। এই অবস্থায় কথার পরিবর্তন করবো না। যার সামনে কথা বলার তাকেই বলে আসছি। যদি পরিবর্তন করতে হয় তবে যার সামনে বলে এসেছি তার সামনে আবার বলার ব্যবস্থা করেন। সেখানে পল্টাই। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবো না। একদম এডামেন্ট থাকবো। গিনিপিগ মনে করে। আমারে দিয়া যা ইচ্ছা তা করাইবো। এরপর ফোনটি রেখে দেন। 

[৪] ফোন রাখার পর তৈমুর আলম খন্দকার নিজে নিজেই কিছু স্বগোক্তির মতো কথা বলেন, পাগল বানাইয়া দিল। কয়দিন আর আইজ আছি কাইল নাই। ভিডিওটির বিষয়ে তৈমুর আলম খন্দকার বলেন, এটি আমারই ভিডিও।  

বিডি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়