সালেহ্ বিপ্লব: [২] চ্যানেল সাতকাহন নামে ফেসবুকে শেয়ার করা ভিডিওর শুরুতেই দেখা যায়, সাংবাদিকদের সামনে বসে আছেন তৃণমূল বিএনপি মহাসচিব এডভোকেট তৈমুর আলম খন্দকার। এই সময় তার মোবাইলে কল আসে। তিনি ক্ষমা চেয়ে কলটি রিসিভ করেন।
[৩] ওপার থেকে কথা শোনার পর তিনি বলেন, না। আমি ৫ থেকে কিনবো না। আমি প্রধানমন্ত্রীর সামনে এই কথা বলেছি। গাজীর থাইকা ওনারা বায়াসড হইয়া এই কথা বলতেছে। আমি এই কথার পরিবর্তন করবো না। আমারে কি গিনিপিগ মনে করে? যা খুশি আমারে দিয়া করাইবো। বইলা দিয়েন, তৈমুর আলম খন্দকার এক কথার লোক। আমি আপনের সামনেই যার সাথে কথা বলার, বলে এসেছি। আমি রূপগঞ্জ থেকে নির্বাচন করবো। আল্লাহ ছাড়া কাউরে ভয় করি না। আপনি এডামেন্ট থাকবেন।
[৪] জাতীয় সংসদের ২৪০ নাম্বার আসন নারায়ণগঞ্জ-১ রূপগগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। বর্তমানে এই আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।
আপনার মতামত লিখুন :