শিরোনাম
◈ প্রক্সি, পোস্টাল নাকি অনলাইন- প্রবাসীদের জন্য কোন ভোটিং পদ্ধতি? ◈ শিল্পোদ্যোক্তাদের মেরে ফেলা হচ্ছে: বিটিএমএ সভাপতি ◈ ‘২০৩০ সালের মধ্যে ৫ বিলিয়ন ডলার চামড়া রপ্তানি সম্ভব’ ◈ ২০২৬ সা‌লের ৩০ জুনের পর একদিনও ক্ষমতায় থাকবেন  না অধ্যাপক ইউনূস ◈ জুলাই অভ্যুত্থানে চোখ হারানো ৪ তরুণের বিষপান; কারণ হিসাবে যা জানালো সহযোদ্ধারা ◈ বেসরকারি শিক্ষক নিয়োগ বিধিমালায় বড় সংশোধন আসছে ◈ অনলাইন জুয়ার বিরুদ্ধে অ্যাকশন শুরু, ব্যবস্থা নিচ্ছে সরকার ◈ গার্মেন্টস মালিকদের দুর্দশা দেখার কেউ নেই: অনন্ত জলিল (ভিডিও) ◈ নিষেধাজ্ঞা ও কলম বিরতির ফাঁদে বেনাপোল বন্দরের আমদানি, রফতানি, বানিজ্য ও রাজস্ব ঘাটতি বাড়ছে! ◈ বাংলাদেশের দুটি চিকেন নেক ভারতের চেয়েও স্পর্শকাতর— আসাম রাজ্যের মুখ্যমন্ত্রীর কৌশলগত হুঁশিয়ারি

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৩, ০৮:১৯ রাত
আপডেট : ১০ নভেম্বর, ২০২৩, ০৮:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বৈরশাসকের যাতাকলে নিষ্পেষিত হচ্ছে বাংলাদেশের মানুষ: রিজভী

রিয়াদ হাসান: [২] বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আরো বলেন, বাংলাদেশ আজ রক্তাক্ত, ক্ষত-বিক্ষত মানুষের করুণ আর্তনাদের প্রতিচ্ছবি। বাংলাদেশের সমগ্র মানুষ আজ ফিরে পেতে চায়, হারানো গণতন্ত্র ও ভোটের অধিকার। দীর্ঘ দেড় দশক ধরে হাজারো অত্যাচার, নিপীড়ন সহ্য করে জনগণ আন্দোলন সংগ্রাম করছে।

[৩] বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকালে এক ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

[৪] রিজভী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য গোটা জাতিকে নিরাপত্তাকে হুমকির মধ্যে ফেলেছে এবং আরেকটি একতরফা নির্বাচনের দিকে এগুচ্ছে। কিন্তু বঞ্চিত ব্যথাহত নিপীড়িত জনগণ সর্বশক্তি দিয়ে ভোটারবিহীন একতরফা নির্বাচন হতে দেবে না।

[৫] আওয়ামী লীগ সরকার দেশকে এক অজানা গন্তব্যে নিয়ে যাচ্ছে অভিযোগ করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, দেশ অর্থনৈতিকভাবে দেওলিয়া হওয়ার দ্বারপ্রান্তে, রাজনীতিতে চলছে সর্বনাশা একনায়কতন্ত্র, শেখ হাসিনার একচ্ছত্র আধিপত্যে পর্যবসিত বাংলাদেশ। সামাজিক সংহতি ধ্বংসের দ্বারপ্রান্তে।

[৬] তিনি বলেন, প্রবল অবহেলার মধ্যে রয়েছে দেশের জনগণ। শ্রমজীবী মানুষকে এখনো রক্ত দিয়ে অধিকার আদায়ের সংগ্রাম করতে হচ্ছে। আত্মম্ভরিতার জন্য বৈদেশিক বাণিজ্যে ধ্বস নামতে শুরু করেছ। যুক্তরাষ্ট্রে  গত একমাসে পোষাক রপ্তানী কমেছে ৩৫ শতাংশ।

[৭] আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দিয়ে রিজভী আরো বলেন, শেখ হাসিনার কর্তৃত্ববাদী ও স্বৈরাচারী শাসন থেকে মুক্তি ও পরিত্রাণ পেতে একদফা দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চলবে। গণতন্ত্র পুনরুদ্ধার পর্যন্ত অবরোধ চলবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে প্রেরণের দাবিতে অবরোধ চলবে, দলের মহাসচিবসহ সকল নেতৃবৃন্দের মুক্তির দাবিতে অবরোধ চলবে, রক্ত ঝরানোর যে সহিংস নীতি গ্রহণ করেছে তা প্রতিরোধ করতে অবরোধ চলবে, গণতন্ত্রের বিজয় পতাকা উড্ডীন না হওয়া পর্যন্ত অবরোধ চলবে।

[৮] নেতাকর্মীদের গ্রেপ্তারের তালিকা তুলে ধরে বিএনপির এই নেতা জানান, গত ২৪ ঘন্টায় ৩৬৫ জনের অধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মহাসমাবেশের পর থেকে এই পর্যন্ত ৯ হাজার ৮৩১ জনের অধিক নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছে। সম্পাদনা: তারিক আল বান্না

আরএইচ/টিএবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়