শিরোনাম
◈ শেখ হাসিনা-কামাল ও মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত শেষ, আজ প্রতিবেদন ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ: নিবন্ধন ও জামায়াতের বিচার নিয়ে প্রশ্ন ◈ দিন-দিন বজ্রপাতে মৃত্যুর হার বাড়ছে, সমাধান কী? ◈ পাকিস্তান-ভারত সংঘর্ষের মূল্য ৫০০ বিলিয়ন ডলার! ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে রিয়াল মাদ্রিদ‌কে হা‌রি‌য়ে শিরোপা জ‌য়ের দ্বারপ্রা‌ন্তে বা‌র্সেলোনা ◈ দিল্লির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়: আসিফ মাহমুদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে যা বললেন জামায়াতের আমির ◈ বজ্রপাত ও ঝড়ে সারাদেশে একদিনে ১৪ জনের মৃত্যু ◈ লোকসানে ধুঁকছে পুঁজিবাজার, বন্ধ ৩০ হাজার অ্যাকাউন্ট, নিষ্ক্রিয় ৫৭ হাজার বিনিয়োগকারী! ◈ কীভাবে বিদেশে গেলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ, তদন্তে তিন উপদেষ্টার সমন্বয়ে কমিটি

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৩, ০৪:৫৩ দুপুর
আপডেট : ১৭ অক্টোবর, ২০২৩, ০৮:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরোধীদলকে দায়ী করতে সংখ্যালঘুদের ওপর হামলা চালাচ্ছে সরকার: বিএনপি

রিয়াদ হাসান: [২] বিএনপিসহ বিরোধী দলগুলোর ওপর দায় চাপাতে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সরকার হামলা চালাচ্ছে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। সোমবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। ভার্চুয়ালি অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

[৩] সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যরিষ্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

[৪] গত ৯ অক্টোবর অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে মহাসচিব সভাকে অবহিত করেন। সভায় আলোচ্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা শেষে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

[৫] সভায় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে গভীর রাতে দরজা ভেঙে গ্রেপ্তার, নির্যাতন ও চার দিনের রিমান্ডে পাঠানোর আদেশের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। উপরন্তু গত ৬ মাসে কেন্দ্রীয় কমিটির ২৪ জন নেতাকর্মীসহ বিএনপির ৯৬ জন নেতাকর্মীর সাজা, দেশব্যাপী নতুন মিথ্যা মামলা প্রদানের তীব্র নিন্দা জানানো হয়। অবিলম্বে শহীদ উদ্দিন চৌধুরীসহ সকল নেতাকর্মীর মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়।

[৬] সভায় সম্প্রতি হিন্দু সম্প্রদায়ের দূর্গা পূজা সামনে রেখে কুমিল্লায় হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের মিছিলে যুবলীগ, ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

[৭] বিএনপির এ সভা মনে করে, সরকার তাদের হীন রাজনৈতিক উদ্দেশ্যে চরিতার্থের জন্য ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন করে তা বিএনপিসহ বিরোধী দল গুলোর ওপর চাপিয়ে দেওয়ার জন্য এই ধরনের হামলা চালাচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হয়। বিষয়টি তদন্ত করে ৭ দিনের মধ্যে প্রতিবেদন প্রদানের জন্য কয়েকজন নেতার সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

[৮] কমিটিতে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট এর চেয়ারম্যান বিজন কান্তি সরকার, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যরিষ্টার কায়সার কামাল, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। সম্পাদনা: তারিক আল বান্না

  • সর্বশেষ
  • জনপ্রিয়