শিরোনাম
◈ জলদস্যুদের ধাওয়ায় ট্রলারডুবি: ২৪ ঘণ্টা সাগরে ভেসে ১৮ জেলের জীবনরক্ষা ◈ চীনের ঋণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হচ্ছে বাংলাদেশ ◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক ◈ হ্যান্ডশেক না করায় ভারতীয়দের উপর চটলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ১৩ দিনে রেমিট্যান্স এলো প্রায় ১৬ হাজার কোটি টাকা ◈ বড় সুখবর ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ◈ ফরিদপুরে মহাসড়কে হঠাৎ বিক্ষোভ, যান চলাচল পুরোপুরি বন্ধ  ◈ নিলামে আরও ৩৫৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক ◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৩, ০৫:৫৭ বিকাল
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২৩, ০২:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিরপেক্ষ নির্বাচন হলে মন্ত্রী-এমপিদের জামানত বাজেয়াপ্ত হবে: ডা. ইরান

রিয়াদ হাসান: [২] বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান আরো বলেছেন, বিগত ১৫ বছরে কিছু ইট-পাথরের স্থাপনা ছাড়া সরকারের কোন অর্জন নাই। এসব ইট-পাথরের অবকাঠামো নির্মাণের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে।

[৩] আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন করতে ভয় পায় মন্তব্য করে তিনি বলেন, তারা গনতন্ত্র ও ভোটাধিকার হরন করে মুক্তিযুদ্ধের চেতনায় কুঠারাঘাত করেছে। সকল রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করন করে আজ্ঞাবহ দলদাস প্রতিষ্ঠানে পরিনত করেছে। তাই দেশপ্রেমিক রাজনৈতিক শক্তির ঐক্যের মাধ্যমে রক্তে কেনা বাংলাদেশের মর্যাদা ও স্বাধীনতা সার্বভৌমত্ব অটুট রাখতে হবে।

[৪] শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৪টায় নির্দলীয় সরকারের একদফা দাবিতে বাংলাদেশ লেবার পার্টির উদ্যোগে নয়াপল্টন, পুরানা পল্টন, বায়তুল মোকারম, দৈনিক বাংলা এলাকায় প্রচারপত্র বিতরনকালে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন ডা. ইরান।

[৫] আওয়ামী গণতন্ত্রে বিশ্বাস করে না উল্লেখ করে লেবার পার্টির এই নেতা বলেন, আওয়ামী লীগের মুখে গণতন্ত্র কাজে বাকশাল। শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনার মুখোশ পরে ফ্যাসিবাদ কায়েম করে দেশের নির্বাচন ব্যবস্থা আইসিইউতে আর গণতন্ত্র লাইফ সাপোর্টে পাঠিয়েছে।

[৬] তিনি বলেন, দেশের গনতন্ত্র ও ভোটাধিকার হরনের জন্য একমাত্র দায়ী আওয়ামী লীগ। শেখ হাসিনার অধীনে নির্বাচন অতীতে সুষ্ঠু হয়নি, আগামীতেও হবে না। নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া দ্বাদশ জাতীয় নির্বাচন দেশপ্রেমিক রাজনৈতিক দল ও জনগন মেনে নেবে না।

[৭] কর্মসূচীতে উপস্থিত ছিলেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম রাজু, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক মনির হোসেন, কেন্দ্রীয় সদস্য মাওলানা জাকির হোসেন, নগর যুগ্ম-সম্পাদক ইমরান হোসেন, ছাত্রমিশন সভাপতি সৈয়দ মো. মিলন, লেবার পার্টির চট্টগ্রাম মহানগর সদস্য মহসিন হোসেন লিংকন, বাড্ডা থানা সভাপতি সেফাতুল্লাহ হাওলাদার, পল্টন থানা সভাপতি দিদারুল ইসলাম, মতিঝিল থানা সভাপতি মোসলেহ উদ্দিন, টঙ্গি থানার নেতা নাসির উদ্দিন, হেলাল উদ্দিন ও ছাত্রমিশন প্রচার সম্পাদক হাফিজুর রহমান প্রমুখ। সম্পাদনা: তারিক আল বান্না

  • সর্বশেষ
  • জনপ্রিয়