শিরোনাম
◈ যুদ্ধক্ষেত্রের ‘সাইলেন্ট কিলার’ হারোপ ড্রোনের বিশেষত্ব কী? (ভিডিও) ◈ এখানে আরেকটা বেয়াদব আছে, সে শহীদ ফ্যামিলিকে ননসেন্স বলেছে: সংবাদ সম্মেলনেই শহীদ ইয়ামিনের বাবা(ভিডিও) ◈ দুপুরের মধ্যে সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি, জানিয়েছেন জামায়াতের ঢাকা দক্ষিণের সেক্রেটারি ◈ ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব, সব দোষ এখন ছাত্র উপদেষ্টা নন্দঘোষ: উপদেষ্টা মাহফুজ ◈ পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস! ◈ জুমার নামাজের পর বড় কর্মসূচির ঘোষণা হাসনাতের, উত্তাল যমুনা, তৈরি হচ্ছে মঞ্চ ◈ যমুনার সামনে এখনো চলছে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ◈ আমি তো বাড়িতেই ছিলাম, আমি তো পালাইনি, গ্রেপ্তার করার সময় বলেছেন আইভী ◈ পাকিস্তান-ভারত যুদ্ধ যেন পারমাণবিক যুদ্ধে পরিণত না হয়: যুক্তরাষ্ট্র ◈ পাক-ভারত সংঘাতের কার‌ণে ‌পিএসএল পাকিস্তান থেকে সরে গেলো আরব আ‌মিরা‌তে 

প্রকাশিত : ১০ জুন, ২০২৩, ০৬:২০ বিকাল
আপডেট : ১১ জুন, ২০২৩, ০৯:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় পার্টি কাউকে ক্ষমতায় আনার দালাল হবে না: জিএম কাদের 

জিএম কাদের 

আমিনুল ইসলাম: আওয়ামী লীগের সঙ্গে প্রশাসন এক হয়ে গেছে। তারা দেশের মানুষের স্বার্থে কাজ করে না। আমরা দেশটাকে শ্রীলঙ্কা হতে দিতে পারি না। শনিবার (১০ জুন) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় যুব সংহতির কাউন্সিলে এসব কথা বলেন জি এম কাদের। 

জাতীয় পার্টি কাউকে ক্ষমতায় আনার দালাল হবে না উল্লেখ্য করে তিনি আরো বলেন, জাপাকে মানুষ বিশ্বাস করে না। তারা মনে করে আমরা আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতে চাই। কাদের বলেন, আমাদের ভেতরে কেউ কেউ গোপনে ষড়যন্ত্র করছে। দলকে বেঁচা-কেনা করতে দেয়া যাবে না। আরেক দলের কথা বললে সেই দলে চলে যান। জনপ্রিয় দল হওয়ার পরও আমাদের মানুষ দালাল হিসেবে চিহ্নিত করে। এটা আর হতে দেয়া যাবে না। 

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আপনাদের কাছে যদি অর্থ থাকে, ডলার থাকে, তাহলে কেন কয়লা কিনেননি, কেন কাঁচামাল আমদানি করতে পারছে না ব্যবসায়ীরা? ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটা করা যায় না কেন? মানুষের অজান্তেই বাংলাদেশ শ্রীলংকা হয়ে গেছে।

জিএম কাদের বলেন, দেশটাকে ঋণ নির্ভর করে ফেলেছেন। আগামী ৫০ বছর দেশের মানুষকে এই ঋণের বোঝা বইতে হবে। আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে। আমেরিকা দেশের মানুষকে উপকার করছে। তিনি বলেন, শ্রীলংকার মানুষ রাস্তায় নেমেছিল, বাংলাদেশে এখনও নামেনি। মূলত শ্রীলংকার পুলিশ গুলি করে না, গুম করে না, শ্রীলংকার পুলিশ মানুষের পক্ষে। বাংলাদেশের পুলিশ মানুষের পক্ষে না। সম্পাদনা: তারিক আল বান্না

এআই/এসএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়