সালেহ্ বিপ্লব: শুক্রবার রাতে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন বোর্ডের প্রধান ও আওয়াম লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে গণভবনের গেইটে সাংবাদিকদের এ তথ্য জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রাজধানীর এই আসনটিতে এমপি ছিলেন চিত্রনায়ক ফারুক। গত ১৫ মে তার মৃত্যুতে আসনটি শূন্য হয়। আগামী ১৭ জুলাই এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
মোহাম্মদ এ আরাফাত আওয়ামী লীগের কার্যনিবাহী কমিটির সদস্য। টেলিভিশন টক শোতে পরিচিত মুখ তিনি, দেশের অন্যতম থিংক ট্যাঙ্ক সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান। যুক্তরাষ্ট্র থেকে উচ্চশিক্ষা নেওয়া এই গবেষক বর্তমানে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ট্রাস্টি বোর্ডে প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন।
রাজধানীর এই আসনটিতে নমিনেশনের দৌড়ে ছিলেন অনেকেই। চিত্রনায়ক ফেরদৌস ও এফবিসিসিআই সভাপতি জসিমউদ্দিনসহ মোট ২২ জন আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।