শিরোনাম
◈ লোকসানে ধুঁকছে পুঁজিবাজার, বন্ধ ৩০ হাজার অ্যাকাউন্ট, নিষ্ক্রিয় ৫৭ হাজার বিনিয়োগকারী! ◈ কীভাবে বিদেশে গেলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ, তদন্তে তিন উপদেষ্টার সমন্বয়ে কমিটি ◈ এলডিসি থেকে উত্তরণে দ্রুত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ ভুটানকে হা‌রি‌য়ে সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পের সেমিফাইনালে বাংলাদেশ ◈ মিরপু‌রে কারাতে খেলায় খেলোয়াড়দের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ ◈ রূপপুর পারমাণবিক প্রকল্পে ১৮ কর্মকর্তা-কর্মচারীকে অব্যাহতি ◈ যশোর-বেনাপোল সড়কে ট্রেন-ট্রাক সংঘর্ষে আহত ২, দুই ঘন্টা রেল চলাচল বন্ধ ◈ সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ অনুমোদন ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত সঠিক: মির্জা ফখরুল ◈ বাসিত আলীর প্রস্তাব: পা‌কিস্তান সুপার লি‌গের বা‌কি খেলা বাংলাদেশে আয়োজন করা হোক

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৩, ১২:১৪ দুপুর
আপডেট : ২৩ মার্চ, ২০২৩, ১২:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী নির্বাচনে না আসলে বিএনপির অস্তিত্ব থাকবে না: শাজাহান খান

বক্ততাকালে শাজাহান খান

আকাশ আহম্মেদ সোহেল, রাজৈর (মাদারীপুর): মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান বলেছেন, আসুন সবাই হিংসা বিদ্বেষ ভুলে একসাথে দেশের জন্য কাজ করি। আগামী নির্বাচনে বিএনপি চক্রান্ত করে সন্ত্রাস সৃষ্টি করছে। আমি তাদের একটা কথা বলতে চাই, বারবার প্রধানমন্ত্রীর সাথে পাঞ্জা লড়ে দেখছেন না, বারবার পরাজিত হয়েছেন। নির্বাচনে আসুন নয়তো অস্তিত্ব থাকবে না।

বুধবার (২২ মার্চ) সন্ধ্যায় মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়ন মহাবিদ্যালয় মাঠে বিএনপি-জামায়াত এর সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে রাজৈর উপজেলা আওয়ামী লীগের এর জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় শাজাহান খান আরো বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধু আন্দোলনের মাধ্যমে এদেশের মানুষদের একত্রিত করেছিল বলে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আগামী নির্বাচন আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জকে সামনে নিয়ে আমাদের কাজ করতে হবে। উন্নয়নকে অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।

এ জনসভায় উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আবুল বাসার, সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান শফিক খানসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়