রিয়াদ হাসান: বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি দেশে এসেছেন।
মঙ্গলবার (২১ মার্চ) মধ্যরাতে তিনি লন্ডন থেকে ঢাকায় আসেন। দেশে ফিরে তিনি গুলশানে বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় অবস্থান করছেন।
দলীয় সূত্র জানায়, বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত ৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে তিনি ঢাকায় আসেন। কয়েকদিন গুলশানের বাসায় শাশুড়ির সঙ্গে থাকবেন তিনি।
আরএইচ/এসএ