শিরোনাম
◈ মব–গণপিটুনিতে জানুয়ারিতে নিহত বেড়ে দ্বিগুণ, বেড়েছে অজ্ঞাতনামা লাশ: এমএসএফের প্রতিবেদন ◈ মাসব্যাপী বাণিজ্য মেলায় বিক্রি ৩৯৩ কোটি টাকা ◈ আর্থিক ধসের মুখে জাতিসংঘ, সদস্য দেশগুলোকে গুতেরেসের জরুরি চিঠি ◈ পরবর্তী প্রধানমন্ত্রীর নতুন বাসভবনের স্থান চূড়ান্ত, কাজ শুরু শিগগির ◈ জাইমা রহমানকে সামনে এনে কী বার্তা দিচ্ছে বিএনপি ◈ এ মৌসুমের জন্য শেষ হলো পর্যটকদের সেন্টমার্টিন যাত্রা, ফের ভ্রমণে ৯ মাসের নিষেধাজ্ঞা ◈ নির্বাচন ঘিরে পার্শ্ববর্তী দেশ ষড়যন্ত্রে লিপ্ত: নাহিদ ইসলাম ◈ ১২ ঘন্টার মধ্যে ফলাফল ঘোষণা না হলেই বুঝবো অসৎ কোনো উদ্দেশ্য আছে : মির্জা আব্বাস  ◈ যারাই বিভ্রান্ত করতে আসবে দেখামাত্র বলবেন, ‘গুপ্ত’ তোমরা: তারেক রহমান (ভিডিও) ◈ এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া উৎসব ভাতা নিয়ে জরুরি নির্দেশনা

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২২, ১২:৪৪ রাত
আপডেট : ২৪ নভেম্বর, ২০২২, ১২:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতিকে রিমান্ড শেষে জেল হাজতে প্রেরণ

ছাত্রদলের  সভাপতি রুবেল মিয়া

মো: জালাল উদ্দিন: মৌলভীবাজার জেলা ছাত্রদলের  সভাপতি রুবেল মিয়াসহ অন্যান্য আরও ৪ নেতৃবৃন্দকে রিমান্ড শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বুধবার একদিনের রেমান্ড শেষে পুলিশ তাদের মৌলভীবাজার চিফ জুডিশিয়াল আদালতে তুললে আদালত তাদের জামিন না দিয়ে কারাগারে প্রেরণ করেন। 

অন্যান্য নেতৃবৃন্দ হলেন মৌলভীবাজার পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির আহমদ শাফিন,জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাজুল চৌধুরী ও মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সাব্বির আহমদ। 

জানা যায়,গত ১৩ নভেম্বর জেলা শহরের চৌমহনা এলাকায় দুপুরে সিলেট বিভাগীয় ১৯ শে নভেম্বর বিএনপি'র সমাবেশকে সফল করার লক্ষ্যে মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান মিজান এর নেতৃত্বে সিলেট গণসমাবেশের প্রচারণা ও লিফলেট বিতরণকালে হঠাৎ ডিবি পুলিশের একটি দল ঝটিকা অভিযান চালিয়ে রুবেলসহ তাদের গ্রেফতার করা হয়।

পরবর্তীতে গত ১৫ নভেম্বর তাদের  জামিনের জন্য আবেদন করা হয় কিন্তু জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়। 

এদিকে গত ১৭ নভেম্বর পুলিশ তাদের ৫ দিনের রিমান্ড এর আবেদন করলে আদালত একদিনের রিমান্ড আদেশ দেন। 

গত সোমবার ২১ নভেম্বর রিমান্ড শুনানি শেষে সি ডাব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করে। গত মঙ্গলবার ২২ নভেম্বর মৌলভীবাজার মডেল থানায় একদিনের রিমান্ডে নেওয় হয়। পরবর্তীতে মৌলভীবাজার মডেল থানা ২৩ নভেম্বর তাদের আদালতে হাজির করলে আদালত তাদের জামিন না দিয়ে পুনরায় জেল হাজতে প্রেরণ করার আদেশ দেন। 

মৌলভীবাজার জেলা বিএনপি'র সাধারন সম্পাদক ও জেলা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান (ভিপি মিজান) গণমাধ্যমকর্মীদের জানান, প্রচারপত্র বিলিকালে নেতাকর্মীদের অন্যায়ভাবে আটক করা হয়েছে। সিলেটে বিএনপির ১৯ নভেম্বরের সমাবেশকে বানচাল করার জন্য পুলিশ তাদের আটক করে বলে তিনি জানান। তিনি অবিলম্বে জেলা ছাত্র দলের সভাপতি সহ সকল নেতৃবৃন্দের নিঃশর্তে মুক্তির দাবি করেন।

ছাত্রদলের নেতাকর্মীরা জানান, আমরা জাতীয়তাবাদী ছাত্রদল মৌলভীবাজার জেলা শাখা পক্ষ থেকে, মামলা ও রিমান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে তাহাদের নিঃশর্তে মুক্তি দাবি জানাই।

প্রতিনিধি/এমএএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়