শিরোনাম
◈ দেশের বাজারে সব রেকর্ড ভেঙে সোনার দামে ইতিহাস ◈ ট্রাম্প প্রশাসনের বড় সিদ্ধান্ত: বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা স্থগিত হচ্ছে ◈ নবম পে স্কেল: ফের বৈঠকে বসছে কমিশন, চূড়ান্ত হতে পারে একাধিক বিষয় ◈ নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা ◈ নতুন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান অধ্যাপক আলী রীয়াজের ◈ অবৈধ পথে আসছে বাজারের বেশিরভাগ স্বর্ণ : এনবিআর ◈ সাগর রক্ষায় জাপানের সঙ্গে চুক্তি, মহেশখালীতে হবে আদর্শ মৎস্যগ্রাম ◈ যে কারণে খামেনিকে ধরতে গিয়ে নাস্তানাবুদ হতে পারে মার্কিন বাহিনী ◈ তিন দেশের সমন্বয়ে গড়ে উঠছে নতুন ‘ইসলামিক ন্যাটো’ ◈ সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৬, ০৬:০১ বিকাল
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

নির্বাচনী গণসংযোগ জোরদারে জাসাসের মনিটরিং সেল গঠন, আহ্বায়ক রোকন, সদস্য সচিব ফেরদৌস

মনিরুল ইসলাম : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণসংযোগ কার্যক্রম জোরদার করতে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় কমিটির একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল এবং সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদ সোহরাবের স্বাক্ষরে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে আগামী ১০ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত।

২২ সদস্যবিশিষ্ট নবগঠিত এই মনিটরিং সেলের আহ্বায়ক করা হয়েছে জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন এবং সদস্য সচিব করা হয়েছে কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ফেরদৌস ফকিরকে। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট ফরহাদ হোসেন নিয়ন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
এস এম মনিরুল ইসলাম, মাকসুদুর রহমান টিপু, নাহিদ উল্লাহ চৌধুরী, শাহ মো. বিল্লাল হোসেন, সৈয়দ আশরাফুল মজিদ খোকন, এনামুল হক জুয়েল, মাজহারুল ইসলাম খান পায়েল, শিহাব খান, টাইগার সোহেল, মো. মিজানুর রহমান, আব্দুল জাব্বার, আহসান হাবিব, শফিকুল হাসান রতন, শওকত আজিজ, আনোয়ার হোসেন আনু, মো. কাওছার আলী, আনোয়ার হোসেন, মাহফুজ কবির মুক্তা ও মোহাম্মদ সোহেল রানা।

মনিটরিং সেলের আহ্বায়ক জাকির হোসেন রোকন বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশব্যাপী সাংস্কৃতিক ও সামাজিক পর্যায়ে গণসংযোগ কার্যক্রম আরও জোরদার করতেই এই মনিটরিং সেল গঠন করা হয়েছে। সাংস্কৃতিক কর্মীদের সংগঠিত করে গণতন্ত্র, ভোটাধিকার ও জাতীয়তাবাদী চেতনা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই এ সেলের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনে জাসাসের সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রম নিয়ে মাঠপর্যায়ে সক্রিয়ভাবে গণসংযোগ করা হবে এবং ভোটারদের ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলতে কাজ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়