মনিরুল ইসলাম: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) প্রচারাভিযান জোরদার করতে মনিটরিং সেল, সাংস্কৃতিক উপ-কমিটি এবং জেলা ভিত্তিক সমন্বয়কদের দায়িত্ব বণ্টন করেছে। এসব কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে আগামী ১০ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত।
সাংস্কৃতিক উপ-কমিটির আহ্বায়ক করা হয়েছে অভিনেতা হেলাল খানকে এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক জাবেদ আহমেদ কিসলু।
দায়িত্ব গ্রহণের পর জাবেদ আহমেদ কিসলু বলেন, সাংস্কৃতিক সব টিমকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারণায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী সাংগঠনিক ও সাংস্কৃতিক কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
সাংস্কৃতিক উপ-কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন খুরশিদ আলম, কনকচাঁপা, রিজিয়া পারভীন, ফাতেমাতুজ জোহরা, হাসান চৌধুরী, চৌধুরী মাজহার আলী শিবা সানু, জামাল উদ্দিন নাসির, ফারহানা চৌধুরী বেবী, আব্দুল মান্নান রানা, আলম আরা মিনু, পিয়াল হাসান, গাজী আব্দুল হাকিম, কাজল, জাকির হোসেন আখের, রিনা খান, মেহেদী, শাহেদ খান, এবিএম সোহেল রশিদ, রুস্তম আলী প্রামাণিক, শাহীনুর আবেদীন, বাবুল তালুকদার, এনামুল হক জুয়েল, এম আই মিঠু, নাসির উদ্দিন মিলন, সায়মন তারিকসহ দেশের বিভিন্ন জেলা ও অঙ্গনের সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
এদিকে নতুন গঠিত মনিটরিং সেলের আহ্বায়ক করা হয়েছে জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকনকে। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ফেরদৌস ফকির এবং যুগ্ম আহ্বায়ক করা হয়েছে অ্যাডভোকেট ফরহাদ হোসেন নিয়নকে।
জাসাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মনিটরিং সেলের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন মাকসুদুর রহমান টিপু, নাহিদ উল্লাহ চৌধুরী, শাহ মো. বিল্লাল হোসেন, সৈয়দ আশরাফুল মজিদ খোকন, মাজহারুল ইসলাম খান পায়েল, শিহাব খান, টাইগার সোহেল, মো. মিজানুর রহমান, আহসান হাবিব, শফিকুল হাসান রতন, শওকত আজিজ, আনোয়ার হোসেন আনু, মাহফুজ কবির মুক্তা ও মোহাম্মদ সোহেল রানা।
এ ছাড়া আগামীকাল বুধবার (১৪ জানুয়ারি) বাদ মাগরিব নয়াপল্টনস্থ জাসাস কার্যালয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জেলা ভিত্তিক গণসংযোগ জোরদারে জেলা সমন্বয়কদের একটি সভা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।