শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা, দক্ষিণ আফ্রিকায় চীন, রাশিয়া ও ইরানের যৌথ নৌ মহড়া ◈ কিশোরগঞ্জে হোটেলের লিফটে বরসহ ১০ জন আটকা, দেয়াল ভেঙে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা ◈ তেহরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক রাতেই ২০০-র বেশি বিক্ষোভকারী নিহত ◈ মিত্র হারিয়ে কোণঠাসা খামেনি: ভেনেজুয়েলা থেকে তেহরান—ইরানের শাসন কি শেষ অধ্যায়ে? ◈ নির্বাচনের আগে টার্গেট কিলিংয়ের ছোবল, নিরাপত্তা নিয়ে শঙ্কা ◈ অ‌স্ট্রেলিয়ান বিগ ব‌্যাশ, রিশাদের দুর্দান্ত বোলিংয়ে শীর্ষস্থানে হোবার্ট ◈ যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা, প্রতিক্রিয়ায় যা জানাল ভারত (ভিডিও) ◈ টানা ছয় হার কাটিয়ে জয়ের মুখ দেখল নোয়াখালী এক্সপ্রেস ◈ বাংলাদেশের বিশ্বকাপ খেলা না চাওয়ায় যা বলল ভারত ◈ তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৬, ০৭:৪১ বিকাল
আপডেট : ১০ জানুয়ারী, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পেশায় শিক্ষানবিশ আইনজীবী আখতারের মোট সম্পদ ও বার্ষিক আয় কত

রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে সংসদ সদস্য প্রার্থী ও এনসিপর সদস্য সচিব আখতার হোসেন তার দাখিল করা হলফনামায় নিজেকে একজন শিক্ষানবিশ আইনজীবী হিসিবে উল্লেখ করেছেন। হলফনামা অনুযায়ী, তার বার্ষিক আয় দেখানো হেয়ছে ৫ লাখ ৫ হাজার টাকা। নগদ আছে ১৩ লাখ টাকা, তার ৭ লাখ ও স্ত্রীর ১০ লাখ টাকার গহনা আছে। কৃষি, ব্যবসা ও চাকরি থেকে এই টাকা আয় করেন তিনি।

হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী, এনসিপির সদস্য সচিব আখতার ও তার স্ত্রী সানজিদা আক্তারের মোট ৪৩ লাখ টাকার অস্থাবর সম্পদ রয়েছে। এর মধ্যে নিজের নামে ২৪ লাখ ১৯ হাজার ৪২৬ টাকার (অর্জনকালীন মূল্য) অস্থাবর সম্পদের কথা উল্লেখ করেছেন আখতার।

আখতার হোসেনের অবস্থান রাজধানীর বাংলামটরে। তার স্থায়ী ঠিকানা রংপুরের কাউনিয়া উপজেলার ভায়ারহাট ইউনিয়নের সারদা তালুকে।

আখতার হোসেন নিজের অস্থার সম্পদের মূল্য দেখিয়েছেন ২৭ লাখ টাকা। এর মধ্যে নগদ অর্থ রয়েছে ১৩ লাখ টাকা। এছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমাণ ২ লাখ ৯৯ হাজার ৪২৬ টাকা। তার কাছে ৭ লাখ টাকা সমমূল্যে গহনা রয়েছে। আসবাবপত্র বাদ দেখিয়েছেন ১ লাখ ২০ হাজার টাকা। ১০ লাখ টাকার গহনাসহ স্ত্রীর আছে ১৬ লাখ টাকার অস্থাবর সম্পদ। আখতার হোসেনের স্থাবর সম্পদের মধ্যে রয়েছে ১৮ শতাংশ কৃষি জমি, যার বর্তমান মূল্য ২৩ হাজার টাকা দেখিয়েছেন তিনি। ব্যক্তিগত ও সরকারি দায় নেই তার।

বর্তমানে দুটি মামলায় জামিনে থাকা এনসিপির এই নেতা কৃষি খাত থেকে আয় করেন বছরে ৮৫ হাজার টাকা, ব্যবসা থেকে আসে ১ লাখ ৮০ হাজার টাকা। আর চাকরি থেকে বছরে ২ লাখ ৪০ হাজার টাকা আয়ের তথ্য তিনি হলফনামায় দিয়েছেন। সব মিলিয়ে আয়কর রিটার্নে দেখানো আয়ের পরিমাণ ৫ লাখ ৫ হাজার টাকা। স্থাবর ও অস্থাবর মিলিয়ে তার ১৪ লাখ ৩৫ হাজার ৪০০ টাকার সম্পদ থাকার তথ্য দিয়েছেন তিনি। ২০২৫-২৬ করবর্ষে আয়কর দিয়েছে ১০ হাজার ৫০০ টাকা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেছেন আখতার হোসেন। সেখান থেকেই তার রাজনৈতিক জীবন শুরু হয়। ২০১৮ সালে ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের প্রতিবাদে আখতার হোসেন একক অনশন ধর্মঘট করেন, যা তাকে জাতীয়ভাবে পরিচিত করে তোলে।

এর আগে আখতার হোসেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি এবং সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তির প্রতিষ্ঠাতা। পুলিশি নির্যাতন-নিপীড়নেও দমে না যাওয়া ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম মুখ আখতার হোসেন। এবারেই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে লড়ছেন তরুণ এই রাজনীতিক।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়