জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, বারবার পার্টি অফিসে হামলা ও অগ্নিসংযোগ কেবল একটি রাজনৈতিক দলের ওপর আক্রমণ নয়, বরং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া, রাজনৈতিক সহনশীলতা ও আইনের শাসনের ওপর নগ্ন আঘাত। এই ন্যক্কারজনক কর্মকাণ্ড দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রের অংশ।
শুক্রবার রাজধানীর গুলশানে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জাতীয় পার্টি আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আইন-শৃঙ্খলা রক্ষায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা দিতে অক্ষম এই সরকার কার্যত অকার্যকর। আইন-শৃঙ্খলার এ অবনতির ধারাবাহিকতা চলতে থাকলে আসন্ন জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়া সম্ভব নয়। অসাধু চক্র দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, আর সরকার নীরব দর্শক হয়ে আছে।
জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, উশৃঙ্খল একটি গোষ্ঠী শুধু পার্টি অফিসেই নয়, নামাজের ঘর ও পবিত্র কুরআনে আগুন দিয়েছে। এটি প্রতিটি মুসলমানের হৃদয়ে গভীর ক্ষত তৈরি করেছে। তিনি বলেন, পল্লীবন্ধু এরশাদ এ দেশে ইসলাম প্রতিষ্ঠায় যে অবদান রেখেছেন তা অনন্য। অথচ আজ তাঁর স্মৃতিবিজড়িত দলীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে।
তিনি নিরাপত্তা বাহিনীর তৎপরতার প্রশংসা করে বলেন, সেনাবাহিনী ও পুলিশ অতীতে জাতীয় পার্টির অফিস রক্ষায় দায়িত্ব পালন করেছে। এবারের ঘটনায়ও পুলিশ সাহসী ভূমিকা রেখেছে, এজন্য ধন্যবাদ জানাই।
হাওলাদার আরও বলেন, কারা বারবার জাতীয় পার্টির অফিসে হামলা করছে তা খুঁজে বের করতে হবে। মতবিরোধ থাকা স্বাভাবিক, কিন্তু রাজনীতি কখনো সহিংসতার মাধ্যমে করা যায় না। জাতীয় পার্টি সব সময় শান্তি, উন্নয়ন, অগ্রগতি ও গণতন্ত্রের পক্ষে।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।