শিরোনাম
◈ ডাকসুতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হল সম্পাদক হতে যাচ্ছেন সাফজয়ী নারী ফুটবলার রেহানা আক্তার ◈ নেপালকে হা‌রি‌য়ে জ‌য়ের ধারায় ফির‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশ-পাকিস্তানের বাণিজ্য সম্পর্ক বহুগুণ বাড়ানো সম্ভব : পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী ◈ ওয়েজবোর্ড বাস্তবায়ন ও সাপ্তাহিক ২ দিন ছুটির দাবি ডিআরইউ’র  ◈ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না: মালয়েশিয়ায় সংবাদ সম্মেলনে নাহিদ ◈ ডিজিটাল ব্যাংকের ন্যূনতম মূলধনের শর্ত বাড়িয়ে ৩০০ কোটি টাকা করল বাংলাদেশ ব্যাংক ◈ রুমিন ফারহানার বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা গ্রহণের দাবি এনসিপির ◈ যৌ.নকর্মীর চরিত্রে অভিনয় আমাকে মননশীল করেছে: রুনা খান ◈ ঈদে মিলাদুন্নবী কবে, জানা গেল তারিখ ◈ শোকজের খবরে যা বললেন ফজলুর রহমান

প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৫, ০৭:০৩ বিকাল
আপডেট : ২৪ আগস্ট, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেগম খালেদা জিয়া নোবেল পুরস্কারের দাবিদার : বরকত উল্লাহ বুলু

শাহাজাদা এমরান, কুমিল্লা : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নোবেল পুরস্কারে ভূষিত করার দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

রোববার (২৪ আগস্ট) দুপুরে কুমিল্লার বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজ মাঠে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

বরকত উল্লাহ বুলু বলেন, “এদেশের নারীদের শিক্ষা, উপবৃত্তি এবং অধিকার আদায়ে খালেদা জিয়া যে অসামান্য ভূমিকা রেখেছেন, তার জন্য তিনি নোবেল পুরস্কারের দাবিদার।”

তিনি আরও বলেন, “যারা একাত্তরের মুক্তিযুদ্ধকে স্বীকার করে না, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা মানতে চায় না কিংবা ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে অস্বীকার করে— তাদের এ বাংলাদেশে ভোট চাওয়ার অধিকার নেই, রাজনীতি করারও অধিকার নেই।”

তিনি নেতাকর্মীদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, “কোনো হাইব্রিড যেন বিএনপির নেতৃত্বে আসতে না পারে, সে বিষয়ে তৃণমূলকে সজাগ থাকতে হবে।”

সম্মেলনের উদ্বোধক ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি জাকারিয়া তাহের সুমন। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, জেলা বিএনপির সদস্য সচিব সাবেক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সাবেক সদস্য সচিব হাজী জসিম উদ্দিন জসিম, যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির প্রমুখ।

সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক এটিএম মিজানুর রহমান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব হাজী কবির হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন— কেন্দ্রীয় সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় বিএনপির সদস্য অ্যাডভোকেট সাবেরা আলাউদ্দিন হেনা, জেলা বিএনপির নেতা মোস্তফা জামান, নজরুল ইসলাম স্বপন, মুজাহিদ চৌধুরী, নারী নেত্রী সাকিনা বেগম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, যুবদল আহ্বায়ক জাবেদ কাউসার সবুজ, সদস্য সচিব দেলোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, ছাত্রদলের আহ্বায়ক স্বপন আহমেদ পাখি, সদস্য সচিব ইকবাল হোসেন ভূঁইয়াসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সম্মেলনের দ্বিতীয় পর্বে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আলী আক্কাস বুড়িচং উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি নির্বাচিত হন এটিএম মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন মো. কবির হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়