শিরোনাম
◈ শেরপুরে প্রতারণা মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগ নেত্রী বন্দনা চাম্বুগং, বিকেলেই জামিনে মুক্ত ◈ সুন্দরবনের উপকূলে বাঁধ ভেঙে ডুবে গেল ৭০০ একর মাছের ঘের, কোটি টাকার ক্ষতির মুখে চাষিরা ◈ পটুয়াখালীতে একরাতে ব্যাংকের এটিএম বুথসহ দুই দোকানে দূর্ধর্ষ চুরি, গুরুতর আহত নিরাপত্তা কর্মী ◈ মারা গে‌লেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার ও কোচ বব সিম্পসন ◈ শেখ মুজিব হত্যা ও হাসিনার পতনের পর ভারতের প্রতিক্রিয়ায় যে ফারাক ◈ ডাক্তাররা কি ঔষধ কোম্পানির দালাল, প্রশ্ন আসিফ নজরুলের (ভিডিও) ◈ বিতর্কিত নির্বাচন হলে দেশ অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোবে : সালাহউদ্দিন আহমদ ◈ ডায়াবেটিস রোগীদের জন্য সুখবর: নিয়ন্ত্রিত পরিমাণে আম খাওয়ায় উপকার দেখাল ভারতীয় গবেষণা ◈ ধর্মীয় ভাবগাম্ভীর্যে দেশজুড়ে জন্মাষ্টমী পালন, সম্প্রীতি রক্ষায় সজাগ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার ◈ রাজশাহীতে সেনাবাহিনীর অভিযান: সাবেক মেয়র লিটনের ভাতিজাসহ আটক ৩

প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২৫, ১০:৩৬ রাত
আপডেট : ১৬ আগস্ট, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

যারা বিলম্বে নির্বাচন চায়, তারা দেশের মঙ্গল চায় না: সালাম আজাদ

মনিরুল ইসলাম: বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, ‘বর্তমান সরকার নির্বাচনের যে সময় দিয়েছে এই সময়ে যারা নির্বাচন চায় না, তারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক সেটা চায় না। তারা দেশের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা হোক সেটা চায় না। দেশের মানুষ স্বাধীনভাবে বসবাস করুক সেটা চায় না। যারা নির্বাচন বিলম্বে চায় তারা দেশ ও জনগণের মঙ্গল চায় না।’

শুক্রবার (১৫ আগস্ট) মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খিদিরপাড়ার আদাবাড়ী স্কুলে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে আব্দুস সালাম আজাদ লৌহজংয়ের ১৩ ইউনিয়নে বিশাল গাড়িবহর নিয়ে শোডাউন করেন।

আব্দুস সালাম আজাদ বলেন, ‘দেশের মানুষ স্বাধীনভাবে বসবাস করুক সেটা চাই না। যত তাড়াতাড়ি জাতীয় সংসদ নির্বাচন হবে তত দেশের, জনগণের মঙ্গল হবে, বাংলাদেশের মঙ্গল হবে।’

তিনি বলেন, ‘ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে অন্য দেশের হাতে তুলে দিতে চেয়েছিল। কিন্তু এ দেশে ছাত্র-জনতার আন্দোলনের কারণে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়। দেশ এখন ফ্যাসিবাদ মুক্ত। দেশে এখন গণতন্ত্র ও জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার সময়।’

তিনি আরও বলেন, ‘সামনে নির্বাচন উপলক্ষে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য অনেকেই চেষ্টা করছেন, মাস্টারপ্ল্যান করছেন। নিজেদের আড়াল করে, নানা কল্পকাহিনি তৈরি করে বিএনপির নামে অপপ্রচার চালাচ্ছে। একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে এসব করা হচ্ছে।’

কোহিনুর শিকদারের সভাপতিত্বে ও আরিফুজ্জামান হাওলাদার লাভলু এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা হারুন অর রশিদের পরিচালনায় এতে বক্তব্য দেন- বিএনপির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা এমএ মালেক, কেন্দ্রীয় সদস্য বাবুল আহমেদ, জেলা নেতা এম শুভ আহমেদ, আব্দুস সালাম মোল্লা, মাহবুব আলম, আবু জাফর আহমেদ বাবুল, নজরুল ইসলাম ঢালী, বাবুল সারেং প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়