শিরোনাম
◈ মোদির সমর্থকদের তোপে মামদানি: নিউইয়র্ক নির্বাচনেও দিল্লির রাজনীতি ◈ জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, ঘোষণা ৫ আগস্ট ◈ মবের তাণ্ডব, ডাইনী সন্দেহে একই পরিবারের পাঁচজনকে পু.ড়িয়ে হত্যা ◈ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত, আহত দুই ◈ এক ইলিশ বিক্রি হলো ১২,৪৮০ টাকায়! ◈ নতুন বন্দোবস্তে সবকিছু কি ওলটপালট হয়ে গেল? ◈ আগামীকাল শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা ◈ ঢাকায় ছাত্রদল ও এনসিপির মহাসমাবেশ কাল: শাহবাগ ও শহীদ মিনারে পাল্টাপাল্টি জমায়েত, উত্তেজনা রাজনৈতিক অঙ্গনে ◈ গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট ◈ যে কারণে নিজেদের সব কূটনীতিককে আরব আমিরাত ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ!

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৫, ০৬:৪৪ বিকাল
আপডেট : ০২ আগস্ট, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে মাথাচাড়া দিতে পারে ফ্যাসিস্ট: তারেক রহমান

সরকারের যে কোনো ভুল সিদ্ধান্ত ফ্যাসিস্ট শক্তিকে মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ করে দিতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (৩০ জুলাই) ঢাকার আশুলিয়ায় ‘নারকীয় আশুলিয়া স্মরণে’ শীর্ষক এক ভার্চুয়াল সমাবেশে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, আশুলিয়ার মতো নৃশংস হত্যাকাণ্ডের দায় সরকারের নীতিনির্ধারকদেরই নিতে হবে। তাদের একের পর এক ভুল সিদ্ধান্ত দেশে ফ্যাসিবাদের পুনর্জন্ম ঘটাচ্ছে।

তিনি বলেন, জুলাই মাসের ওই গণঅভ্যুত্থানে সবচেয়ে বেশি প্রাণ হারান শ্রমিকরা। বিশেষ করে সাভার-আশুলিয়া অঞ্চলে পরিকল্পিতভাবে শ্রমিকদের ওপর গণহত্যা চালানো হয়। শুধু হত্যা নয়, লাশগুলো পুড়িয়ে ফেলা হয়েছিল। লাশের সঙ্গে এমন বর্বরতা, নির্মমতা কারবালার ঘটনাকেও হার মানিয়েছে।

তারেক রহমান আরও বলেন, ৫ আগস্ট যখন ফ্যাসিস্টদের পালানোর দিন ছিল, তখন আশুলিয়ায় চলছিল গণহত্যা।

আন্দোলনে শ্রমজীবী মানুষের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, গত বছরের জুলাইয়ের সেই আন্দোলনে শ্রমিকদের সরাসরি কোনো স্বার্থ জড়িত ছিল না। তারা সরকারি চাকরি বা অন্য কোনো সুবিধার প্রত্যাশা করেননি। তাহলে কেন রাস্তায় নেমেছিলেন? কারণ স্পষ্ট—যদি রাষ্ট্রক্ষমতায় ফ্যাসিস্ট থাকে, তাহলে কোনো নাগরিকের গণতান্ত্রিক অধিকার থাকবে না, কোনো ন্যায্য দাবিও আদায় হবে না। এই উপলব্ধি থেকেই শ্রমজীবী মানুষ রাস্তায় নেমেছিল।

সমাবেশে তিনি আশুলিয়ার ‘জুলাই শহীদদের’ স্মরণে একটি বিশেষ স্মৃতিস্তম্ভ নির্মাণেরও প্রতিশ্রুতি দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়