শিরোনাম
◈ কোম্পানীগঞ্জে প্রবাসী পরিবারের ওপর হামলা ও গাছের সঙ্গে বেঁধে নির্যাতন ◈ অর্থনীতিতে স্বস্তির বার্তা : জুনে আইএমএফ-এর ঋণ পাচ্ছে বাংলাদেশ ◈ স্থ‌গিত হওয়া পিএসএল ১৭ মে আবার শুরু, প্রভাব পড়বে বাংলাদেশ সিরিজে ◈ ক্লাব বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ১৫ হাজার সমর্থককে নিষিদ্ধ করা হলো ◈ শার্শায় ৩০ মামলার আসামী আইনাল গ্রেফতার ◈ ইতালিতে কড়া অভিবাসন নীতি, টার্গেটে বাংলাদেশিরা! ◈ তরুণী মা'রধরের নেপথ্যে লঞ্চের ভেতরে সেদিন কী ঘটেছিল? ভিডিও প্রকাশ্যে ◈ সারা দেশে এনআইডি সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ◈ রমনা বটমূলে বোমা হামলা: দুজনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর কারাদণ্ড ◈ সঞ্চয়পত্র কেনার নতুন নিয়ম

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৪, ০২:০৫ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

৬ বছর পর রাজনৈতিক কোনো কর্মসূচিতে স্বশরীরে যোগ দিচ্ছেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

মনিরুল ইসলাম  : ৬ বছর পর রাজনৈতিক কোনো কর্মসূচিতে স্বশরীরে যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ২১ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে(বিআইএমসি) মুক্তিযোদ্ধা সমাবেশের তিনি প্রধান অতিথি থাকবেন।

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি সৈয়দ ইশতিয়াক আজিজ উলফাত  আজ রোববার  বলেন, ‘‘ ম্যাডাম আমাদের মুক্তিযোদ্ধা সমাবেশে আসবেন। মহান বিজয় দিবস উপলক্ষে ২১ ডিসেম্বর আমরা এই মুক্তিযোদ্ধা সমাবেশের আয়োজন করেছি… সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশনেত্রী খালেদা জিয়া।”

তিনি বলেন, গতকাল রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমাদের নেতা বীর মুক্তিযোদ্ধা মেজর হাফিজ উদ্দিন আহমেদসহ আমি ম্যাডামের সাথে দেখা করে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রন জানিয়ে এসেছি। তিনি সম্মতি দিয়েছেন… বলেছেন, শরীর ভালো থাকলে মুক্তিযোদ্ধাদের এই সমাবেশ তিনি আসবেন। আমাদের প্রত্যাশা ম্যাডাম এই সমাবেশ যোগ দেবেন.,.. ইনশাল্লাহ।

সর্বশেষ ২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি ঢাকার লা মেরিডিয়ামে বিএনপির বর্ধিত সভায় সভাপতিত্ব করেন। এটিই ছিলো তার শেষ রাজনৈতিক কর্মসূচি। এর তিনদিন পর ৮ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের মামলার রায়ে সাজা পেয়ে কারাগারে যান।

২১ ডিসেম্বরের মুক্তিযোদ্ধা সমাবেশে সারা দেশ থেকে রনাঙ্গনে মুক্তিযোদ্ধাদের ঢাকায় আনা হচ্ছে জানিয়ে  মুক্তিযোদ্ধা দলের সভাপতি বলেন, ‘‘ছাত্র-জনতার বিপ্লবের পর এই সমাবেশটি দেশনেত্রীকে সামনে রেখে করার প্রেক্ষাপটে এর আমরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছি।

মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান বলেন, ‘‘ মুক্তিযোদ্ধা সমাবেশে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও ভর্চুয়ালি যোগ দেবেন।

প্রসঙ্গত, ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পরে খালেদা জিয়ার সাজা রাষ্ট্রপতি মওকুফ করেন। খালেদা জিয়ার মুক্ত হলেও প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে যোগ দেননি। বিপ্লবের পর তিনি নয়া পল্টনে বিএনপির সমাবেশে ভার্চুয়ালি অংশ নিয়ে বক্তব্য রেখেছিলেন নেতা-কর্মীদের উদ্দেশ্যে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়