শিরোনাম
◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৪, ০২:০৬ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

তারেক রহমানের নেতৃত্বে আজ জাতি ঐক্যবদ্ধ : কুমিল্লায় বরকত উল্লাহ বুলু

মনিরুল ইসলাম  : বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী জনাব বরকত উল্লাহ  বুলু বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে আজ জাতি ঐক্যবদ্ধ।

তিনি বলেন,  দেশ নিয়ে আজ গভীর ষড়যন্ত্র চলছে। কিন্তু সারা দেশের মানুষ আজ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। তারেক রহমানের নেতৃত্বে আমরা সকল ষড়যন্ত্র প্রতিহত করবো। তিনি বলেন জনগন এখন নির্বাচনের জন্য প্রস্তত। অন্তর্বর্তী সরকারের উচিত এখনই নির্বাচনের রোড ম্যাপ ঘোষনা করা।

বৃহস্পতিবার  কুমিল্লা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিএনপি কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক আলোচনা বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া স্যারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 
দিনব্যাপী এ আলোচনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী জনাব বরকত উল্লাহ  বুলু।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া বলেন,আন্দোলনের সময় তারেক রহমান বলেছেন নেতৃত্ব দিন, নেতৃত্ব নিন। কমিটি গঠনের সময় আমরা জনাব তারেক রহমানের এ শ্লোগান বাস্তবায়ন করবো।আন্দোলনের সময় যারা ভূমিকা রেখেছেন তাদের কমিটিতে গুরুত্বপূর্ণ জায়গায় রাখা হবে।

এ ছাড়া আরও  বক্তব্য রাখেন মিসেস সাহেবা রফিক, হাজী আমিনুর রশীদ ইয়াছিন, ইন্জি. খালেদ মাহমুদ শ্যামল, জাকারিয়া তাহের সুমন,শেখ ফরিদ আহমদ মানিক, লায়ন হারুনর রশীদ, জেড খান মোঃ রিয়াজুদ্দিন নসু।জাতীয় নির্বাহী কমিটির সদস্য্যবৃনৃদ সঞ্চালনায় ছিলেন হাজী মোশতাক মিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়