শিরোনাম
◈ গাজীপুরে হাসনাতের ওপর হামলার ঘটনায় ২ জন আটক (ভিডিও) ◈ গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের সবাই মারা গেলেন ◈ স্ত্রীর নাক 'সুন্দর' বলে কামড়ে ছিঁড়ে নিলেন স্বামী, নদীয়ায় চাঞ্চল্যকর ঘটনা (ভিডিও) ◈ বাংলাদেশে সংবাদ প্রকাশে অনেক সংস্থা ডমিনেট করে, এজন্য সংবাদ প্রকাশ করা যায় না: একে আজাদ ◈ রান নিতে গিয়ে ক্রিকেটা‌রের পকেট থেকে মোবাইল ফোন পড়ে গেলো, ভিডিও ভাইরাল ◈ নির্বাচন ঘিরে বড় ধরনের সাইবার হামলার আশঙ্কা, গুজব রোধে তথ্য কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু ◈ নিজস্ব ক্যাম্পাস না থাকায় ১৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ আই‌পিএল- শেষের নাটকীয়তায় কলকাতা নাইটরাইডার্স জিত‌লো ১ রা‌নে  ◈ আইপিএলে ৬ বলে ৬ ছক্কার রেকর্ড ◈ এভাবে মোশাররফ করিমকে আগে কখনও দেখা যায়নি

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ০৩:০৩ দুপুর
আপডেট : ০৪ এপ্রিল, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কমরেড ইয়েচুরি ছিলেন আমাদের অকৃত্রিম বন্ধু : ওয়ার্কার্স পার্টি

কামরূল আহসান :  বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড মাহমুদুল হাসান মানিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড নুর আহমদ বকুল ভারতের কমিউনিষ্ট পার্টি (মার্ক্সবাদী) এর সাধারণ সম্পাদক কমরেড সীতারাম ইয়েচুরির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেছেন, তার এই মহাপ্রয়ান বড়ই বেদনাদায়ক। 

বিবৃতিতে তারা বলেন, কমরেড ইয়েচুরি ছিলেন আমাদের অকৃত্রিম বন্ধু. তিনি শুধু ভারতীয় জনগণের জন্য লড়াই করেননি, বিশ্বের সকল নির্যাতিত মানুষের তিনি ছিলেন অকৃত্রিম বন্ধু। তিনি বাংলাদেশের জনগণেরও বিশ্বস্ত বন্ধু ছিলেন। তাঁর মৃত্যু কমিউনিষ্ট আন্দোলনের এক বড় আঘাত এবং বাম, গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তির জন্য এক মহা ক্ষতি, যা অপুরনীয়। তিনি একজন নির্ভীক অসামান্য নেতা ছিলেন, যার ন্যয় বিচারের প্রতি দায়বদ্ধতা তরুণ বয়স থেকেই স্পষ্ট ছিল, শ্রমিক শ্রেণীর জন্য তাঁর নিবেদন, ধর্মনিরপেক্ষতা, সামাজিক ন্যায়বিচার, সাম্য এবং প্রগতিশীল মূল্যবোধ একটি বিশিষ্ট ক্যারিয়ার গঠন করেছে যা ভবিষ্যত প্রজন্মকে অনুপ্রাণিত করবে। কমরেড ইয়েচুরি একজন সুস্পষ্ট লেখক ও ভাষার দক্ষতায় ছিলেন ঋদ্ধ। বিবৃতিতে নেতৃবৃন্দ, তাঁর পার্টির সতীর্থ, কমরেড, শুভানুধ্যায়ী এবং স্ত্রী সীমা, তার কন্যা আখিলা, ছেলে দানিশ, ভাই শঙ্কর এবং পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি গভীর সহানুভুতি ও সমবেদনা প্রকাশ করেন। বিবৃতিতে তারা, কমরেড সীতারামের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও লাল সালাম জানান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়