শিরোনাম

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৪, ১২:২৮ দুপুর
আপডেট : ১২ আগস্ট, ২০২৪, ০৭:৫৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজের কার্টুন আঁকায় মেহেদির প্রশংসায় তারেক রহমান

রাশিদ রিয়াজঃ নিজের কার্টুন আঁকায় কার্টুনিস্ট মেহেদি হাসানকে প্রশংসিত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি মেহেদি হাসানের একটি কার্টুন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করে দেশে রাজনৈতিক কার্টুন আঁকার স্বাধীনতা নিয়ে মন্তব্য করেছেন।

তারেক রহমান লিখেছেন, 'বাংলাদেশে রাজনৈতিক কার্টুন আঁকার স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত। ২০০৬ সালের আগে বাংলাদেশের কার্টুনিস্টরা, বিশেষ করে শিশির ভট্টাচার্য, আমাকে এবং আমার মাকে নিয়ে প্রায়ই কার্টুন আঁকতেন। তবে গত ১৫ বছরে দেখা গেছে, কার্টুন আঁকার কারণে কার্টুনিস্ট আহমেদ কবিরকে জোরপূর্বক অপহরণ, গুম, নির্যাতন এবং কারাভোগ করতে হয়েছে। আহমেদ কবিরের মতো অনেকেই এমন অভিজ্ঞতার শিকার হয়েছেন। এমনকি শিশির ভট্টাচার্যও কার্টুন আঁকা বন্ধ করে দিয়েছেন।'

তিনি আরও লিখেছেন, 'আমি কার্টুনিস্ট মেহেদির কাজের ভক্ত। আমি শিশির ভট্টাচার্যের কার্টুন উপভোগ করি এবং আশা করি, তিনি শীঘ্রই নিয়মিতভাবে কার্টুন আঁকায় ফিরে আসবেন।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়