শিরোনাম
◈ আগস্টে কমেছে পর্যটক, তবু ভারত ভ্রমণের শীর্ষে বাংলাদেশিরা ◈ হার দিয়ে টাইগারদের ওয়ানডে সিরিজ শুরু ◈ বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে নিরাপত্তা জোরদারে প্রকল্প বাস্তবায়ন হচ্ছে: অমিত শাহ ◈ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলা ◈ কেউ কেউ বলছেন আমরা সংবিধান পরিবর্তন করে ফেলবো, আপনারা কারা? : মির্জা ফখরুল ◈ টাকা থেকে বাদ পড়ছে বঙ্গবন্ধুর ছবি, নতুন ডিজাইনের টাকা বাজারে আসছে যেদিন ◈ ইংল্যান্ডের ৪০০ টেস্ট জয়ের মাইলফল  ◈ অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত, হারলো ১০ উইকেটে ◈ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে চাই না, শান্তিরক্ষা বাহিনী পাঠানোর যে ব্যাখা দিলেন(ভিডিও) ◈ আমাজনের অবৈধ খনিতে স্বর্ণের বিনিময়ে বিক্রি হয় যৌনতা (ভিডিও)

প্রকাশিত : ১১ জুন, ২০২৪, ০৬:৪৬ বিকাল
আপডেট : ১১ জুন, ২০২৪, ০৬:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৈদেশিক ঋণ নির্ভর বাজেটে গরিব মানুষের কথা চিন্তা করা হয়নি: নিতাই রায় চৌধুরী

রিয়াদ হাসান: [২] বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বৈদেশিক ঋণ নির্ভর। এই বাজেট দেশের গরিব মানুষের কথা চিন্তা করে তৈরি করা হয়নি। যারা দেশের টাকা লুটপাট করে, দুর্নীতি করে তাদেরই উৎসাহিত করার জন্য এই বাজেট তৈরি করা হয়েছে।

[৩] মঙ্গলবার (১১ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। খালেদা জিয়া, মিয়া নুরুদ্দীন অপু, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে এ প্রতিবাদ সভার আয়োজন করে জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম।

[৪] নিতাই রায় চৌধুরী বলেন, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে দীর্ঘদিন ধরে মিথ্যা মামলা দিয়ে আটকে রাখা হয়েছে। বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে এই সরকার মিথ্যা মামলা দিয়ে আটকে রেখেছে। বর্তমান এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার অবৈধভাবে ক্ষমতায় বসে আছে।

[৫] তিনি আরও বলেন, খালেদা জিয়া হলেন গণতন্ত্রের মা। তিনি মুক্ত না হওয়া পর্যন্ত দেশে গণতন্ত্র ফিরে আসবে না। মিয়া নুরুদ্দীন অপু ও ইশরাক হোসেনের মতো জনপ্রিয় নেতাদের জামিন না দিয়ে সরকার জোরপূর্বক কারারুদ্ধ করে রেখেছে। এই ভোটারবিহীন সরকার বিরোধী নেতাকর্মীদের জেলে রেখে মাফিয়াদের নিয়ে দেশ পরিচালনা করছে। জনগণের হারানো ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলতে হবে।

[৬] জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরামের সভাপতি মনজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা ও সাংগঠনিক সম্পাদক এইচ এম স্বপন রানার পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন নসু, কৃষকদলের সহ-সভাপতি খলিলুর রহমান ভিপি ইব্রাহীম, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এজমল হক পাইলট, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সদস্য ইসমাঈল হোসেন সিরাজী, জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি শামসুজ্জোহা প্রমুখ। সম্পাদনা: কামরুজ্জামান

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়