শিরোনাম
◈ ভ্যাট নিবন্ধনে ২৬ শতাংশ প্রবৃদ্ধি ◈ সংকট মোকাবেলায় ভোলার গ্যাস ঘিরে নতুন আশা সরকারের ◈ 'অপারেশন ডেভিল হান্ট': ২৪ ঘণ্টায় গ্রেফতার আরও ৬০৭ ◈ প্রতিশোধের চক্র ভেঙে শান্তি-সম্প্রীতি বজায় রাখার আহ্বান প্রধান উপদেষ্টার ◈ বিজিবির কড়া প্রতিবাদে কুড়িগ্রাম সীমান্তে বসানো ক্যামেরা খুলে নিচ্ছে বিএসএফ ◈ বাংলাদেশের নারী ক্রিকেটার সোহেলিকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করলো আইসিসি ◈ এক থানার ১৩ পুলিশ সদস্যকে ক্লোজড, জানা গেল কারণ ◈ আবারও যুক্তরাষ্ট্রে দুই বিমানের সংঘর্ষ ◈ মিটারের অতিরিক্ত ভাড়া নিলে সিএনজি চালককে ৫০ হাজার টাকা জরিমানা ◈ হাসিনাসহ শীর্ষ অভিযুক্তদের বিরুদ্ধে ৩-৪টি মামলার রায় অক্টোবরে: আসিফ নজরুল (ভিডিও)

প্রকাশিত : ১৬ মে, ২০২৪, ১০:৫৫ রাত
আপডেট : ১৬ মে, ২০২৪, ১০:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা মহানগর উত্তরের ৬ থানায় মহিলা দলের নতুন কমিটি ঘোষণা

রিয়াদ হাসান: [২] বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা মহানগর উত্তরের ৬টি থানার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটি অনুমোদন করেন মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ এবং ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক নায়াবা ইউসুফ ও সদস্য সচিব রুনা লায়লা রুনা।

[৩] বৃহস্পতিবার (১৬ মে) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

[৪] কমিটিগুলো হচ্ছে- গুলশান থানার ২১ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক- সালমা বেগম, যুগ্ম আহ্বায়ক- মাহফুজা রেজা, মায়া সিরাজ, মর্জিনা বেগম, সদস্য সচিব- তাব্বাসুম রিফাত টুম্পা।

[৫] বনানী থানার ১৫ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক- রোকেয়া সরকার, যুগ্ম আহ্বায়ক- লাইজু বেগম, বিউটি বেগম, কুলসুম বেগম, সদস্য সচিব- কামরুন নাহার জোছনা।

[৬] বাড্ডা থানার ২১ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক- তাহমিনা শাহিন, যুগ্ম আহ্বায়ক- রিনা জয়দব, আয়েশা আক্তার মিলি, নার্গিস সুলতানা, সদস্য সচিব- সালেহা বেগম।

[৭] খিলক্ষেত থানার ২১ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক- পান্না ইয়াসমিন, যুগ্ম আহ্বায়ক- সূচি আক্তার, তসলিমা আক্তার ইতি, মর্জিনা আক্তার মেঘলা, সদস্য সচিব- নাসিমা আক্তার।

[৮] বিমানবন্দর থানার ১৫ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক- ফারজানা আলী কাকন, যুগ্ম আহ্বায়ক- সোমা আক্তার, তন্নি আহমেদ, রেহানা আক্তার, সদস্য সচিব- সারমিন আক্তার।

[৯] মিরপুর থানার ২১ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক- মোসা. খুশি, যুগ্ম আহ্বায়ক- মোসা. আলেয়া, আয়েশা সুলতানা, রেবা রহমান, সদস্য সচিব- সামিয়া সাত্তার মিতু। সম্পাদনা: কামরুজ্জামান

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়