শিরোনাম
◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে: এডিটরস গিল্ড ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২৪, ০৪:৫৫ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৪, ০৯:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়ার সরকার ১৭ এপ্রিল পালন করার সিদ্ধান্ত নিয়েছিলো: তথ্য প্রতিমন্ত্রী

সালেহ্ বিপ্লব: [২] তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, ২০০২ সালে খালেদা জিয়ার নেতৃত্বে মন্ত্রিপরিষদের সভায় ১৭ এপ্রিলকে গুরুত্বপূর্ণ দিবস হিসেবে পালনের প্রয়োজন নেই বলে সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

[৩] তথ্য বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে এ কথা বলেন। তিনি লিখেছেন, আজ ১৭ এপ্রিল, স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার (মন্ত্রিপরিষদের) শপথ নেয়ার দিন। আজকে এই দিনে, এই মুহূর্তে মন্ত্রিপরিষদের সভায় অংশগ্রহণ করছি।

[৪] তিনি বলেন, আজকে অদ্ভুত একটি বিষয় জানলাম। একটি মিটিংয়ের দালিলিক প্রমাণ থেকে দেখা যাচ্ছে, ২০০২ সালে খালেদা জিয়ার নেতৃত্বে মন্ত্রিপরিষদের সভায় ‘বর্তমান প্রেক্ষাপটে নিম্নলিখিত দিবসগুলো পালনের প্রয়োজন নেই’- এই মর্মে এক প্রস্তাবনায় ‘১৭ এপ্রিল’ অন্তর্ভূক্ত করা হয়েছিল। অর্থাৎ, ২০০২ সালে খালেদা জিয়ার নেতৃত্বে মন্ত্রিপরিষদের সভায় ১৭ এপ্রিল একটি গুরুত্বপূর্ণ দিবস হিসেবে পালনের প্রয়োজন নেই বলে সিদ্ধান্ত নেয়া হয়েছিল।’

[৫] প্রতিমন্ত্রী আরো বলেছেন, চিন্তা করা যায়! স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার (মন্ত্রিপরিষদের) শপথ নেয়ার দিন তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়, পরে ভেবে দেখলাম যে মন্ত্রিপরিষদের সদস্যরা ছিল যুদ্ধাপরাধী এবং রাজাকার গং। সেই মন্ত্রিপরিষদ যে ২৬ মার্চ স্বাধীনতা দিবস এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবস বাতিল করে দেয়নি, এই তো বেশি।

এসবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়