শিরোনাম
◈ ফ্রা‌ন্সের লিও শহ‌রের কসাই থেকে গাজার কসাই: ইতিহাসে বারবার অপরাধীদের বাঁচিয়েছে আমেরিকা ◈ রিজার্ভে বড় সাফল্য: আইএমএফের লক্ষ্য ছাড়িয়ে গেছে বাংলাদেশ, প্রবাসী আয়ে রেকর্ড প্রবৃদ্ধি! ◈ আদানির বকেয়ার সব টাকা পরিশোধ করেছে বাংলাদেশ ◈ মাঠে ছড়িয়ে থাকা লেবু ও  ডিম দে‌খে ম্যাচ খেলতে আসা ‌ক্রিকেটাররা ভয়ে পালালেন ◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের! তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২২, ০৬:৫৬ বিকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০২২, ০৬:৫৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠানের আমন্ত্রণে

আন্তর্জাতিক সম্মেলনে যোগদানের লক্ষ্যে এনামুল হকের ঢাকা ত্যাগ

মো. এনামুল হক

নিউজ ডেস্ক: আগামী ২৩-২৪ নভেম্বর ইতালির ক্যাগলিয়ারি সিটিতে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিষ্ঠান স্কিলম্যান নেটওয়ার্ক আয়োজিত ‘করোনা পরবর্তীতে বিশ্বের দেশগুলির শিক্ষার কি কি পরিবর্তন প্রয়োজন?’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে স্পিকার হিসেবে যোগদানের লক্ষ্যে দক্ষতা ও উদ্যোক্তা উন্নয়ন বিশেষজ্ঞ মো. এনামুল হক রোববার ইমিরাটস এয়ারলাইনসে ঢাকা ত্যাগ করেছেন।

আন্তর্জাতিক এ সম্মেলনে এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া ও এন্টার্কটিকাসহ ইউরোপের বিভিন্ন দেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে গবেষক, অনুশীলনকারী, শিক্ষাবিদ, উদ্যোক্তা, উদ্ভাবক, নিয়োগকর্তা এবং নীতি নির্ধারক যোগদান করবেন।

সম্মেলনে বাংলাদেশ থেকে একমাত্র স্পিকার হিসেবে মো. এনামুল হক ‘লাইফ লং লার্নিং ইন দ্য এ্যাজ অব ডিজিটাল ডিজরাপশনস; এনামস ৭৫ মডেল টু পার্সো লাইফ লং লার্নিং’ শীর্ষক পেপার উপস্থাপন করবেন। এছাড়া, তিনি ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এর পক্ষে আইডিইবি ও স্কিলম্যান নেটওয়ার্কের সাথে যৌথ কর্মপরিল্পনা নির্ধারণ করবেন।

উল্লেখ্য, ইতোপূর্বে তিনি কারিগরি ও দক্ষতা উন্নয়ন বিষয়ে আয়োজিত বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে ফিলিপাইন, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, চীন, ভারত, নেপাল, ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ করেন।

ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক শিকদারের জ্যেষ্ঠ পুত্র জনাব মো. এনামুল হক মনির একজন কম্পিউটার প্রকৌশলী এবং উদ্যোক্তা ও দক্ষতা উন্নয়ন বিশেষজ্ঞ। তিনি আইডিইবি রিসার্চ এন্ড টেকনোলজিক্যাল ইন্সটিটিউট এর উপ নির্বাহী পরিচালক এবং পিজিসিবির একজন প্রকৌশলী।

এনামুল হক মুক্তিযোদ্ধা সন্তানদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। সম্মেলন শেষে তিনি ২৫ নভেম্বর ঢাকার উদ্দেশ্যে ইতালি ত্যাগ করবেন।

এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়